2025 Women's Hockey Asia Cup: ভারতের মাটিতে যখন পুরুষদের হকি এশিয়া কাপ (2025 Men's Hockey Asia Cup) চলছে, তখন মহিলাদের হকি এশিয়া কাপ খেলতে চিনে পৌঁছে গেল ভারতীয় দল। মহিলা হকি দলকে স্বাগত জানাল ভারতীয় দূতাবাস।

DID YOU
KNOW
?
এশিয়া কাপ হকি ২০২৫
ভারতের মাটিতে চলছে পুরুষদের এশিয়া কাপ হকি। চিনে হচ্ছে মহিলাদের হকি এশিয়া কাপ।

Indian Women's Hockey Team: মহিলাদের হকি এশিয়া কাপ (2025 Women's Hockey Asia Cup) খেলতে চিনের (China) হাংঝাউয়ে (Hangzhou) পৌঁছে গেল ভারতীয় দল (Indian Women's Hockey Team)। শনিবার চিনের উদ্দেশে রওনা হয় ভারতীয় দল। আগামী বছর মহিলাদের হকি বিশ্বকাপের (FIH Women's Hockey World Cup 2026) যোগ্যতা অর্জন করাই ভারতীয় দলের লক্ষ্য। এশিয়া কাপে ভালো ফল করতে পারলেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল। অধিনায়ক সালিমা টেটের (Salima Tete) নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় দল চিনে গিয়েছে। রবিবার ভারতীয় দল হাংঝাউয়ে পৌঁছনোর পর খেলোয়াড়দের স্বাগত জানান ভারতের কনসাল জেনারেল প্রতীক মাথুর (Consul General Pratik Mathur)। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ‘চরিত্র গঠনের জন্য অন্যতম সেরা উপায় হল খেলা। এর মাধ্যমেই দলগত কাজে উৎসাহ পাওয়া যায় এবং আমাদের যুবসমাজকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে।’

ভারতীয় দলের জন্য সাদর অভ্যর্থনা

হাংঝাউয়ে ভারতের মহিলা হকি দলকে স্বাগত জানানোর জন্য হাজির ছিলেন স্থানীয় সরকারি আধিকারিক, শিক্ষাবিদ ও পূর্ব চিনে ভারতপ্রেমীরা। ভারতের মহিলা হকি খেলোয়াড়রা যে সময় চিনে গিয়েছেন, ঠিক সেই সময় সে দেশে আছেন প্রধানমন্ত্রী। এই কারণে ভারতকে নিয়ে চিনে বাড়তি আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। সবাই ভারতের মহিলা হকি দলকে শুভেচ্ছা জানাচ্ছেন।

Scroll to load tweet…

চিনা ভাষায় ভাগবদ গীতা প্রকাশ

হাংঝাউয়ে এই অনুষ্ঠানে চিনা ভাষায় অনুদিত ভাগবদ গীতা প্রকাশ করা হয়েছে। অনুবাদ করেছেন ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের (Zhejiang University) স্কুল অফ বেদান্ত স্টাডিজের (School of Vedanta Studies) প্রধান অধ্যাপক ওয়াং ঝিচেং। তাঁকে ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি সাত বছর পর চিন সফরে গিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কথা বলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।