সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন, চিনা দাবাড়ুকে উড়িয়ে নতুন ইতিহাস রচনা গুকেশের

দাবা খেলার জন্ম ভারতে। এই খেলায় ভারতের অনেক খেলোয়াড়ই পারদর্শিতার পরিচয় দিয়েছেন। তবে এবার দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে নতুন ইতিহাস রচনা হল।

১৮ বছর বয়সেই দাবা বিশ্বচ্যাম্পিয়ন! বৃহস্পতিবার নতুন ইতিহাস গড়লেন ভারতের কিশোর দাবাড়ু দোম্মারাজু গুকেশ। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হলেন। এদিন শেষ ম্যাচে চিনের দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন গুকেশ। এর আগে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন ছিলেন রাশিয়ার কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপরভ। তাঁর রেকর্ড ভেঙে দিলেন গুকেশ। ভারতের প্রাক্তন দাবাড়ু বিশ্বনাথন আনন্দের সঙ্গে একসময় কাসপরভের লড়াই হত। আনন্দকে বারবার টেক্কা দিয়েছেন কাসপরভ। এবার তাঁর রেকর্ড ভেঙে দিয়ে বদলা নিলেন গুকেশ। সারা দেশের ক্রীড়ামহল এই সাফল্যে উচ্ছ্বসিত। গুকেশ যে লড়াই করেছেন, তাকে কুর্ণিশ জানাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা।

কালো ঘুঁটি নিয়ে খেলেই চ্যাম্পিয়ন গুকেশ

Latest Videos

বৃহস্পতিবার ১৪-তম রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে খেলেন গুকেশ। ফলে তিনি কিছুটা পিছিয়ে থেকেই খেলা শুরু করেন। কিন্তু তা সত্ত্বেও অসাধারণ লড়াই করে এবং বিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন গুকেশ। শুরু থেকেই ভালো খেলছিলেন কিশোর ভারতীয় দাবাড়ু। তবে চিনা দাবাড়ুও পাল্টা লড়াই করছিলেন। তিনি এই ম্যাচকে ড্রয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে ৫৫-তম চালে বড় ভুল করে বসেন লিরেন। এরই সুযোগ নিয়ে চেক-মেট করে দেন গুকেশ। তিনি ভারতের দ্বিতীয় দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন।

প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল গুকেশ

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিপক্ষের মারাত্মক ভুল সম্পর্কে গুকেশ বলেছেন, ‘ও যখন আর এফ ২ চাল দেয়, তখন আমি বুঝতে পারিনি। পরে যখন বুঝতে পারি, সেটা আমার জীবনের সেরা মুহূর্ত ছিল। ডিং কেমন খেলোয়াড় আমরা সবাই জানি। ও অনেক বছর ধরে সেরা খেলোয়াড়। ওকে প্রচণ্ড চাপে পড়ে যেতে দেখে এবং লড়াইয়ে পিছিয়ে পড়তে দেখে দারুণ লাগল। তবে ও অসাধারণ লড়াই করেছে। ও চ্যাম্পিয়নের মতোই লড়াই করেছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দাবা বিশ্বকাপ ফাইনালে ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে লড়াই করেও হার প্রজ্ঞানানন্দর

দাবা অলিম্পিয়াডে ব্যক্তিগত বিভাগে সোনা জয়, বাজিমাত গুকেশ ডি এবং নিহাল সারিনের

দাবা অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতল ভারত, শুভেচ্ছা জানালেন বিশ্বনাথন আনন্দ

Share this article
click me!

Latest Videos

‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের