১-৩ পিছিয়ে থেকে দুরন্ত প্রত্যাবর্তন, মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের

ভারতীয় হকিপ্রেমীদের জন্য দুর্দান্ত খবর। এশিয়ান গেমসের ঠিক আগে অসাধারণ ছন্দে ভারতের পুরুষদের হকি দল। ফলে ফের এশিয়ান গেমসে সোনার আশায় সারা দেশ।

১-০, ১-১, ১-২, ১-৩, ২-৩, ৩-৩, ৪-৩। শনিবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ফাইনালে এভাবেই বারবার বদলে গেল ম্যাচের রং। ৯ মিনিটের মাথায় যুগরাজ সিংয়ের গোলে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু তারপর ১-৩ পিছিয়ে পড়তে হয়। ভারত খেতাব হারাচ্ছে ধরে নিয়ে নিশ্চুপ হয়ে গিয়েছিল সারা মাঠ। কিন্তু ঠিক তখনই ঘুরে দাঁড়ালেন হরমনপ্রীত সিং, আকাশদীপ সিংরা। পরপর ৩ গোল করে চতুর্থবার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল ভারত। অসাধারণ লড়াইয়ের সাক্ষী থাকলেন চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামের দর্শকরা। এই টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছিল ভারত। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে অসাধারণ লড়াই দেখা যায়। ফাইনালেও সেই লড়াই দেখা গেল।

এদিন পেনাল্টি কর্নার থেকে যুগরাজের গোলে এগিয়ে যাওয়ার ৫ মিনিটের মধ্যেই গোল খেয়ে যায় ভারত। ১৪ মিনিটের মাথায় মালয়েশিয়ার হয়ে প্রথম গোল করেন আবু কামাল আজরাই। প্রথম কোয়ার্টারের শেষে ম্যাচের ফল ছিল ১-১। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পিছিয়ে পড়ে ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করে মালয়েশিয়াকে এগিয়ে দেন রাজি রহিম। ২৮ মিনিটে মালয়েশিয়ার হয়ে তৃতীয় গোল করেন আমিনুদ্দিন মহম্মদ। দ্বিতীয় কোয়ার্টারের শেষে ১-৩ পিছিয়েছিল ভারত। ৪৫ মিনিটের মাথায় ব্যবধান কমান ভারতের অধিনায়ক হরমনপ্রীত। তিনি পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন। এর কয়েক মুহূর্ত পরেই সমতা ফেরান গুর্জন্ত সিং। ৫৬ মিনিটে জয়সূচক গোল করেন আকাশদীপ।

Latest Videos

মালয়েশিয়ার বিরুদ্ধে পুরুষদের হকিতে ভারতের রেকর্ড অসাধারণ। শনিবারের ফাইনাল মিলিয়ে এখনও পর্যন্ত ২ দল ৩৫টি ম্যাচ খেলল। তার মধ্যে ২৪টি ম্যাচেই জয় পেল ভারত। মালয়েশিয়ার জয় ৭ ম্যাচে। ৪টি ম্যাচ ড্র হয়েছে। মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের দাপট অব্যাহত থাকল।

এবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পথে ৭ ম্যাচ খেলে ৬টি ম্যাচেই জয় পেল ভারত। মাত্র ১টি ম্যাচ ড্র হয়। প্রথম ম্যাচে চিনকে ৭-২ উড়িয়ে দেন হরমনপ্রীতরা। দ্বিতীয় ম্যাচে জাপানের সঙ্গে ১-১ ড্র করে ভারত। পরের ম্যাচে মালয়েশিয়াকে ৫-০ উড়িয়ে দেয় ভারত। এরপর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে জয় আসে। পাকিস্তানকে ৪-০ উড়িয়ে দেয় ভারত। এরপর সেমি-ফাইনালে জাপানকে ৫-০ উড়িয়ে ফাইনালে পৌঁছে যায় ভারত। এবার ফাইনালে দুর্দান্ত জয় এল। এই জয়ে আকাশদীপ, গুর্জন্তদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। এশিয়ান গেমসে সেই আত্মবিশ্বাস কাজে লাগবে।

আরও পড়ুন-

বাবার মাথায় আনাজের বস্তার বোঝা, মেয়ে কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে সেরা

বয়স মাত্র ১৭, বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত সোনা অদিতির

PV Sindhu: র‍্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন