হরমনপ্রীতের জোড়া গোল, দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

Published : Sep 16, 2024, 07:23 PM ISTUpdated : Sep 16, 2024, 08:24 PM IST
Harmanpreet Singh scores against Argentina

সংক্ষিপ্ত

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত। সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে চিনের মুখোমুখি হবে তারা। দলগত দুর্দান্ত পারফর্ম্যান্সের জোরে টুর্নামেন্টে ভালো খেলছে ভারত।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে পৌঁছে গেল ভারত। সোমবার সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ উড়িয়ে দিল ভারত। এবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি হচ্ছে চিনে। মঙ্গলবার ফাইনালে আয়োজক দেশ চিনেরই মুখোমুখি হচ্ছে ভারত। এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। সেমি-ফাইনালের আগে পাকিস্তানকেও বিধ্বস্ত করেছে ভারত। সোমবার দক্ষিণ কোরিয়াও ভারতীয় দলের সামনে কোনওরকম প্রতিরোধ গড়ে তুলতে পারল না। একপেশে ম্যাচে সহজ জয় পেল ভারত। জোড়া গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এছাড়া গোল করলেন উত্তম সিং ও জার্মানপ্রীত সিং। হকিতে খুব একটা শক্তিশালী দল নয় চিন। ফলে মঙ্গলবার ফাইনালেও ভারতীয় দল সহজ জয় পাবে আশায় ক্রীড়ামহল।

দলগত পারফরম্যান্সে জয় ভারতের

প্যারিস অলিম্পিক্সে একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করেছিল ভারতীয় দল। তবে পেনাল্টি কর্নার থেকে গোলও করেন হরমনপ্রীতরা। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেও ভারতীয় দলের দাপট দেখা গেল। সোমবার ২০ বার ডি বক্সে ঢুকে পড়েন ভারতীয় খেলোয়াড়রা। প্রথম কোয়ার্টারেই গোল করে ভারতীয় দলকে এগিয়ে দেন উত্তম। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান হরমনপ্রীত। এরপর ভারতের হয়ে তৃতীয় গোল করেন জার্মানপ্রীত। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান কমায় দক্ষিণ কোরিয়া। তবে এরপর ফের গোল করেন হরমনপ্রীত। ফলে সহজ জয় পায় ভারত।

চিনের কাছে হার পাকিস্তানের

প্যারিস অলিম্পিক্সে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তানের পুরুষ হকি দল। এবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতেও সেমি-ফাইনাল থেকে বিদায় নিল পাকিস্তান। সেমি-ফাইনালে চিনের কাছে হেরে গেল পাকিস্তান। দেশের মাটিতে দর্শকদের সমর্থনকে পুঁজি করে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে দেয় চিন। নির্ধারিত সময় ১-১ থাকার পর শ্যুটআউটে ২-০ জয় পায় চিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

PR Sreejesh: হকি কিট কেনার জন্য গরু বিক্রি করেছিলেন বাবা, অবসর ঘোষণার মুহূর্তে আবেগপ্রবণ শ্রীজেশ

হরমনপ্রীতের জোড়া গোল, পিছিয়ে পড়েও স্পেনকে হারিয়ে পুরুষদের হকিতে ব্রোঞ্জ ভারতের

অলিম্পিক্সে পুরুষদের হকিতে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল ভারতীয় দল

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ