Asian Games 2023: এশিয়ান গেমসে ফের সাফল্য ভারতের, মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে রূপো জয় আশি, মানিনি ও সামারা ত্রয়ীর

এশিয়ান গেমসে মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩P যোগ্যতায় দ্বিতীয় স্থান অর্জনের সঙ্গে সঙ্গেই আরও একটি রুপো অর্জনের দিকে ভারতকে এক ধাপ এগিয়ে দিয়েছিল সিফট কৌর সামরা, আশি চৌকসে এবং মানিনি কৌশিকরা।

ভারতের হাতে আরও একটি মেডেল। এশিয়ান গেমসে মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩P যোগ্যতায় দ্বিতীয় স্থান অর্জনের সঙ্গে সঙ্গেই আরও একটি রুপো অর্জনের দিকে ভারতকে এক ধাপ এগিয়ে দিয়েছিল সিফট কৌর সামরা, আশি চৌকসে এবং মানিনি কৌশিকরা। এবার শেষ শ্যুটেও দূরন্ত জয়ের সঙ্গে ভারতের ঝুলিতে আরও একটি রূপো সংযোজন করলেন আশি, মানিনি ও সামারা ত্রয়ী। টিম ইভেন্টে ভারতের হয় রৌপ্য পদক জিতেছেন তাঁরা। মহিলাদের ৫০ মিটার ৩ পজিশনের দলগত ইভেন্টে ১৭৬৪ মোট স্কোর নিয়ে রূপো অর্জন করলেন মানিনিরা। সোনা জয়ী চিনের চেয়ে এখনও নয় পয়েন্টে পিছিয়ে তাঁরা। অন্যদিকে ১৭৫৬ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছে কোরিয়া।

সিফ্ট কৌর সামরা (৫৯৫)- দ্বিতীয়, আশি চৌকসে (৫৯০)- ষষ্ঠ, ব্যক্তিগত ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করুন যা আজ সকাল ৯:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। মানিনি কৌশিক ৫৮০ স্কোর নিয়ে ১৮ তম স্থানে রয়েছেন।

Latest Videos

এই নিয়ে চলতি মরশুমের এশিয়ান গেমসে ১৫ তম মেডেল এল ভারতের হাতে। অন্যদিকে ভারতের তৃতীয় সোনা ঘরে এসেছে বাংলার ছেলের হাত ধরে। ইতিপূর্বেই এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টে সোনা জিতেছে ভারত। দলগত বিভাগে দেশকে সোনা এনে দিয়েছেন সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেড়া এবং অনুশ আগরওয়াল। সোমবার বাংলার তিতাস সাধু, রিচা ঘোষদের হাত ধরে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে মহিলা ক্রিকেটে সোনা জিতেছিল ভারত। মঙ্গলবার সোনা এনে দিলেন বাংলার ছেলে অনুশ। মঙ্গলবার সেইলিংয়ে ভারতের নেহা ঠাকুর রুপো জিতেছেন। এর আগে সেইলিং ইভেন্ট থেকে কোনও দিন পদক আসেনি। এর আগে শুটিং এবং রোয়িংয়ে রুপো জিতেছিল ভারত।

 

 

Share this article
click me!

Latest Videos

ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
'মাননীয়া আপনি পুলিশমন্ত্রী পদ অভিষেককে ছেড়ে দিন' মমতার কাছে আবেদন হুমায়ুন কবীরের