Asian Games 2023: এশিয়ান গেমসে বাংলার ছেলের পর মেয়েদের হাত ধরে আরও একটি পদক

শনিবার এশিয়ান গেমসে দুর্দান্ত সাফল্য পেলেন ভারতের ক্রীড়াবিদরা। জোড়া সোনা-সহ বেশ কয়েকটি পদক এল। দেশের এই সাফল্যে বাংলার ক্রীড়াবিদদেরও অবদান থাকল।

বঙ্গতনয়া ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়ের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে এবারের এশিয়ান গেমসে আরও একটি পদক নিশ্চিত করল ভারত। শনিবার মহিলাদের টেবল টেনিসের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন চিনকে হারিয়ে দিলেন বাংলার ২ মেয়ে। যে চিনা জুটির বিরুদ্ধে জয় পেলেন ঐহিকা ও সুতীর্থা, তারা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে। কিন্তু তা সত্ত্বেও বাংলার ২ মেয়ের জয় পেতে সমস্যা হয়নি। এই জয়ের ফলে অন্তত ব্রোঞ্জ পাচ্ছেন ঐহিকা ও সুতীর্থা। তাঁদের চমকপ্রদ পারফরম্যান্সের সুবাদে শনিবার বাংলার ৩ ক্রীড়াবিদ পদক পেলেন। পুরুষদের স্কোয়াশে দলগত বিভাগে সোনা জিতেছেন সৌরভ ঘোষাল। এবার পদক পাচ্ছেন ঐহিকা ও সুতীর্থা। ফলে বাংলার ক্রীড়ামহলে আনন্দ ও গর্ব।

শনিবার চিনা জুটি মেং চেন ও ইদি ওয়াংয়ের বিরুদ্ধে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছিলেন ঐহিকা ও সুতীর্থা। তাঁরা প্রথম গেম সহজেই ১১-৫ জিতে নেন। দ্বিতীয় গেমের ফলও হয় ১১-৫। তৃতীয় গেমে অবশ্য চিনা জুটি ৫-১১ জয় পায়। চতুর্থ গেমে দুর্দান্ত লড়াই হয়। তবে বাংলার ২ মেয়ে ১১-৯ জিতে সেমি-ফাইনালে পৌঁছে যান।

Latest Videos

এবারের এশিয়ান গেমসে টেবল টেনিসে এই প্রথম পেল ভারত। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে ঐহিকা ও সুতীর্থা। ফলে বিশ্বচ্যাম্পিয়ন চিনা জুটির বিরুদ্ধে যে তাঁরা জয় পাবেন, সেটা হয়তো কেউই ভাবেননি। কিন্তু ম্যাচে র‍্যাঙ্কিং নয়, পারফরম্যান্সই যে আসল, সেটা ফের বুঝিয়ে দিলেন বাংলার ২ খেলোয়াড়। 

চিনা খেলোয়াড়রা দেশের মাটিতে জনসমর্থনকে সঙ্গী করে জয়ের আশায় ছিলেন। কিন্তু ঐহিকা ও সুতীর্থা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন। তাঁরা প্রথম গেমে সহজ জয় পাওয়ায় চিনের খেলোয়াড়রা তো বটেই, সমর্থকরাও হতবাক হয়ে যান। দ্বিতীয় গেমেও সহজ জয় পান বাংলার ২ খেলোয়াড়। এই ধাক্কা সামলে লড়াইয়ে ফেরার চেষ্টা করে বিশ্বচ্যাম্পিয়ন চিনা জুটি। কিন্তু তাঁদের কোনও সুযোগ দেননি ঐহিকা ও সুতীর্থা। চতুর্থ গেমে চিনা জুটি দারুণ লড়াই করে। কিন্তু মাথা ঠান্ডা রেখে জয় ছিনিয়ে নেন বাংলার ২ খেলোয়াড়। 

চলতি এশিয়ান গেমসে টেবল টেনিসে ভারতের আর কোনও খেলোয়াড়ের পদক জয়ের আশা নেই। একে একে সবাই বিদায় নিয়েছেন। ফলে ঐহিকা ও সুতীর্থাই এখন দেশের ভরসা। তাঁরা সেমি-ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে। ফাইনালে পৌঁছতে পারলে নতুন ইতিহাস গড়বেন বাংলার মেয়েরা।

আরও পড়ুন-

India Vs Pakistan: স্কোয়াশে পুরুষদের দলগত বিভাগের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

Asian Games 2023: এশিয়ান গেমসে টেনিসে মিক্সড ডাবলসে সোনা রোহন বোপান্না-রুতুজা ভোসালের

Asian Games 2023: মাত্র ঊনিশেই জোড়া মেডেল! কেমন সেই অভিজ্ঞতা, জানালেন রমিতা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury