টোকিও অলিম্পিক্সে পুরুষদের হকিতে পদক জিতেছে ভারত। এবার এশিয়ান গেমসেও পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল। অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন হরমনপ্রীত সিংরা।
শনিবার এশিয়ান গেমসে পাকিস্তানকে বারবার পর্যুদস্ত করল ভারত। প্রথমে পুরুষদের স্কোয়াশে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতার পর পুরুষদের হকিতে পাকিস্তানকে ১-০ উড়িয়ে দিল ভারত। এটাই পুরুষদের হকিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এদিন ভারতের হয়ে একাই ৪ গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। জোড়া গোল করেন বরুণ কুমার। বাকি গোলগুলি করেন মনদীপ সিং, সুমিত, শামশের সিং ও ললিত কুমার উপাধ্যায়। পাকিস্তানের হয়ে ব্যবধান কমান মহম্মদ খান ও আবদুল রানা। তবে তাতে লজ্জা এড়াতে পারেনি পাকিস্তান। এই ম্যাচে বড় ব্যবধানে জয়ের পর এবার সোনা জেতার লক্ষ্যে হরমনপ্রীতরা। তাঁদের উপর প্রত্যাশা বিপুল। সারা দেশের আশা, ফের এশিয়ান গেমসে পুরুষদের হকি থেকে সোনা আসবে।
এই ম্যাচের শুরু থেকেই পাকিস্তানকে চাপে ফেলে দেয় ভারত। ৮ মিনিটে প্রথম গোল করেন মনদীপ। এরপর ১১ মিনিটে ব্যবধান বাড়ান হরমনপ্রীত। ১৭ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন ভারতের অধিনায়ক। ৩০ মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোল করেন সুমিত। ৩৩ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন হরমনপ্রীত। তিনি পরের মিনিটেই নিজের চতুর্থ গোল করেন। ৪১ মিনিটে ব্যবধান বাড়ান বরুণ। ৪৬ মিনিটে শামশের এবং ৪৯ মিনিটে ললিত গোল করেন। ৫৪ মিনিটে পাকিস্তানের লজ্জা বাড়ান বরুণ। এর মাঝে পাকিস্তানের হয়ে ৩৮ মিনিটে মহম্মদ এবং ৪৫ মিনিটে আবদুল গোল করেন।
এদিন পাকিস্তানের রক্ষণকে ফালাফালা করে দেন মনদীপ ও অভিষেক। প্রথম কোয়ার্টারে তাঁরাই ভারতীয় দলকে এগিয়ে দেন। এরপর হরমনপ্রীতও পাকিস্তানের রক্ষণ নিয়ে ছেলেখেলা শুরু করে দেন। এই ম্যাচে পেনাল্টি কর্নার, পেনাল্টি স্ট্রোক ভালোভাবে কাজে লাগান ভারতের খেলোয়াড়রা। তার ফলেই এত বড় ব্যবধানে জয় এল।
এদিনই ভারতের হয়ে ১৫০-তম ম্যাচ খেললেন ললিত। তাঁর নজির গড়ার ম্যাচে গোল পেলেন, দল পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল। ফলে উচ্ছ্বসিত ললিত।
সোমবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। সেই ম্যাচেও বড় ব্যবধানে জয়ের আশা করছে ক্রীড়ামহল। এরপর বুধবার সেমি-ফাইনাল। উজবেকিস্তানের বিরুদ্ধে ১৬-০, সিঙ্গাপুরের বিরুদ্ধে ১৬-১, জাপানের বিরুদ্ধে ৪-২ এবং পাকিস্তানের বিরুদ্ধে ১০-২ জয়ের পর গ্রুপের সেরা দল হিসেবেই সেমি-ফাইনাল খেলবে ভারত। এই ফর্ম ধরে রাখতে পারলে সোনা জিততে পারে ভারত।
আরও পড়ুন-
Asian Games 2023: এশিয়ান গেমসে বাংলার ছেলের পর মেয়েদের হাত ধরে আরও একটি পদক
India Vs Pakistan: স্কোয়াশে পুরুষদের দলগত বিভাগের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের
Asian Games 2023: মাত্র ঊনিশেই জোড়া মেডেল! কেমন সেই অভিজ্ঞতা, জানালেন রমিতা