Asian Games 2023: এশিয়ান গেমসে রোয়িংয়ে পুরুষদের ডাবলস স্কালস, লাইটওয়েটের ফাইনালে ভারত

আনুষ্ঠানিকভাবে এখনও এশিয়ান গেমসের উদ্বোধন হয়নি। কিন্তু এরই মধ্যে একাধিক পদক জয়ের আশা জাগিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। এবারের এশিয়ান গেমসেও দুর্দান্ত ফল করতে পারে ভারত।

এবারের এশিয়ান গেমসে পুরুষদের রোয়িংয়ে একাধিক পদক জিততে পারে ভারত। বৃহস্পতিবার সেই আশা জাগিয়ে তুললেন ভারতীয় ক্রীড়াবিদরা। রোয়িংয়ে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালসের ফাইনালে পৌঁছে গিয়েছেন অর্জুন লাল ও অরবিন্দ সিং। এদিন তাঁরা হাংঝাউয়ে রিপেচেজ এ রেসে শীর্ষে থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। পুরুষদের ডাবল স্কালসের ফাইনালে পৌঁছে গিয়েছেন সতনাম সিং ও পরমিন্দর সিং। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে যোগ দিয়েছিলেন অর্জুন। তিনি এদিন অরিবন্দকে সঙ্গে নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন। পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালসের হিট ১-এ দ্বিতীয় স্থানে শেষ করেন অর্জুন ও অরবিন্দ। বুধবার তাঁরা রিপেচেজ এ-র যোগ্যতা অর্জন করেন। অর্জুন ও অরবিন্দ ৬:২৭.৪৫ সেকেন্ড সময় করেন। তাঁদের চেয়ে এগিয়েছিল শুধু চিনা জুটি। চিনের ফ্যান জুনজি ও সান ম্যান হিটে শীর্ষে থাকেন। এই জুটি ৬:১৪.৯৭ সেকেন্ড সময় করে। এরপর বৃহস্পতিবার ফাইনালে পৌঁছে অর্জুন ও অরবিন্দ পদকের আশা জাগিয়ে তুলেছেন। রিপেচেজ এ রাউন্ডের শীর্ষে থাকে ভারতীয় জুটি। অর্জুন ও অরবিন্দ এদিন ৬:৫৫.৭৮ সেকেন্ড সময় করে শীর্ষে থাকেন। দ্বিতীয় স্থানে থাকে জাপান। এদিন জাপানের জুটি ৭:০৫.৯১ সেকেন্ড সময় করে দ্বিতীয় স্থানে থাকে। জাপানের জুটিও ফাইনালে পৌঁছে গিয়েছে। রবিবার ফাইনালে ভালো পারফরম্যান্স দেখিয়ে পদক জয়ই অর্জুন ও অরবিন্দর লক্ষ্য।

পুরুষদের ডাবলস স্কালসেও পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল। সতনাম ও পরমিন্দর ৬:৪৮.০৬ সেকেন্ড সময় করে রিপেচেজ এ-র শীর্ষে থাকেন। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় জুটি। ৬:৫১.৯০ সেকেন্ড সময় করে দ্বিতীয় স্থানে থাকে ইরান। ভারতের পাশাপাশি ইরানও পদক জয়ের দৌড়ে আছে। পদক জয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছে হংকং, চিন, শ্রীলঙ্কা ও কুয়েত।

Latest Videos

এর আগে হিটে দ্বিতীয় স্থানে ছিলেন সতনাম ও পরমিন্দর। তাঁরা ৬:২৭.০১ সেকেন্ড সময় করেন। ৬:২২.৭৬ সেকেন্ড সময় করে শীর্ষে থাকে চিন। রবিবার পুরুষদের ডাবল স্কালসের ফাইনাল। ভালো পারফরম্যান্স অব্যাহত থাকলে পদক জিততে পারেন সতনাম ও পরমিন্দর।

মহিলাদের ক্রিকেটেও পদক জয়ের আশা তৈরি হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির জন্য ভারত-মালয়েশিয়া ম্যাচ ভেস্তে যায়। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫ ওভারে ২ উইকেটে ১৭৩ রান করে ভারত। ৬৭ রান করেন ওপেনার শেফালি ভার্মা। ৪৭ রান করে অপরাজিত থাকেন জেমাইমা রডরিগেজ। রিচা ঘোষ ২১ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক স্মৃতি মন্ধানা ২৭ রান করেন। রান তাড়া করতে নেমে মালয়েশিয়া বল খেলে ১ রান করার পরেই বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি।

আরও পড়ুন-

Asian Games 2023: এশিয়ান গেমসে পুরুষদের ভলিবলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক ভারতের

Asian Games 2023: এশিয়ান গেমসে ভারতের পতাকা বহন করবেন লাভলিনা বর্গোহাইন, হরমনপ্রীত সিং

Viral Video : সুযোগ-সুবিধা ছাড়াই অসামান্য পোলভল্ট, সাফল্যের লক্ষ্যে অ্যাথলিট

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury