Asian Games 2023: এয়ার রাইফেলসের টিম ইভেন্টে রুপো পেল ভারত, বঙ্গতনয়ার হাতে এল প্রথম পদক

Published : Sep 24, 2023, 10:27 AM ISTUpdated : Sep 24, 2023, 11:41 AM IST
Apurvi Chandela, Elavenil Valarivan fail to qualify for final of 10m air rifle shooting in tokyo olympics 2020 spb

সংক্ষিপ্ত

চলছে ১৯ তম এশিয়ান গেমস। এশিয়ান গেমসের শ্যুটিং-র রেকর্ড গড়ল ভারতীয় শ্যুটাররা।

শনিবার আনুষ্ঠানিক ভাবে গেমসের সূচনা হয়েছে। এবার ভারত থেকে প্রায় ৬৫০ জনের বেশি অ্যাথলিট এশিয়াডে অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন হরমনপ্রীত সিং ও অলিম্পিক্সে পদল জয়ী লভলিনা বড়গোহাঁই। ইতিমধ্যেই ফুটবল এবং ক্রিকেটের গ্রুপ পর্যায়ের খেলা শুরু হয়ে গিয়েছে। শনিবার থেকে পদক জয় পর্ব শুরু হয়েছে। সকলেই চান দেশের জন্য পদক আনতে। তবে, প্রতিপক্ষ যে বেশ কঠিন হবে তা আগে থেকেই বোঝা গিয়েছিল। আর খেলার শুরুতেই ভারতের ঘরে এল পদক।

আর রবিবার সাতসকালে খুলল ভারতের মেডেলের খাতা। ভারতীয় দলের প্রথম পদকটি এবার এনেছেন বঙ্গকন্যা। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলসের টিম ইভেন্টে রুপো পেল ভারত। মেহুলির পাশাপাশি ভারতীয় দলের সদস্যা ছিলেন রমিতা, ঐশী চৌকসি।

চলছে ১৯ তম এশিয়ান গেমস। এশিয়ান গেমসের শ্যুটিং-র রেকর্ড গড়ল ভারতীয় শ্যুটাররা। খেলায় শুরুটা দূরন্তভাবে করলেন ভারতীয় শ্যুটাররা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতলেন মেহুলি ঘোষ। মহিলাদের দলগত বিভাগে রুপো জিতলেন তিনি।

হুগলির বৈদ্যবাটীর মেয়ে মেহুলি। এছাড়াও মহিলাদের দলে রয়েছেন রমিতা জিন্দাল ও আশি চৌকসি। তিনজনই দূরদান্ত পারফর্ম করেন। তিনজনে দুরন্ত পারফরমেন্স করে মোট ১৮৮৬.০ পয়েন্ট অর্জন করে।

তবে, সোনা হাতছাড়া হল মেহুলিদের। প্রথম স্থান শেষ করে চিন। এশিয়ান রেকর্ড গড়ে চিন ১৮৯৬.৬ পয়েন্ট অর্জন করে শীর্ষে শেষ করেন তাঁরা। মেহুলিদের পর তিনটি পদক এসেছে রোয়িংয়ে। রোয়িংয়ে লাইটওয়েট মেনস ডবলস স্কালস ইভেন্টে রূপো জেতেন ভারতের অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং। রোয়িংদের কক্সলেস পেয়ারে ব্রোঞ্ পেয়েছেন ভারতের বাবুলাল যাদব ও লেখ রাম। রোয়িংই কক্স এইটে ভারতীয় দল জিতেছে রুপোর পদক।

এদিকে শনিবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টুর্নামেন্ট। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। প্রথম দিনেই ভারত ইভেন্টে যোগ দিয়েছিল। ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায় টেবিল টেনিস হয়। মহিলাদল সাড়ে সাতটায় নেপালের বিরুদ্ধে খেলতে নামে। পুরুষ টেনিস টেবিল দল সাড়ে ৯টায় তাজিকিস্তানের বিরুদ্ধে নামে।

সে যাই হোক, এশিয়ান গেমসে বাংলাদেশের বিরুদ্ধে দূরন্ত জয়ের সঙ্গে চলতি গেমসে পদক নিশ্চিত করে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা। রবিবার মহিলাদের ক্রিকেটে বাংলাদেশকে হারিয়ে ফাইনাবে পৌঁছায় ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ৮ উইকেটে জয় হয় ভারতের।

 

 

আরও পড়ুন

Asian Games 2023: এশিয়ান গেমসের শুরুতেই পদক জয়ের খাতা খুলেছে ভারত, শ্যুটিং এবং রোয়িংয়ে মিলেছে রৌপ্য পদক

Asian Games 2023: বাংলাদেশকে দুরমুশ করে ফাইনালে ভারত, এশিয়ান গেমসে পদক নিশ্চিত মা

English Premier League: বার্নলিকে হারিয়ে ইপিএল-এ ৮ নম্বরে উঠে এল ম্যান ইউ

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত