Asian Games 2023: জাপানকে উড়িয়ে এশিয়ান গেমসে পুরুষদের হকিতে সোনা ভারতের

Published : Oct 06, 2023, 05:23 PM ISTUpdated : Oct 06, 2023, 06:05 PM IST
Asian Games Hockey

সংক্ষিপ্ত

এবারের এশিয়ান গেমসে পুরুষদের হকিতে অসাধারণ পারফরম্যান্স দেখাল ভারত। বেশিরভাগ ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছেন হরমনপ্রীত সিং, মনপ্রীত সিংরা।

এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে জাপানকে উড়িয়ে সোনা জিতল ভারত। শুক্রবার ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখালেন মনদীপ সিং, মনপ্রীত সিং, অমিত রোহিদাস, হার্দিক সিং, অভিষেক, অধিনায়ক হরমনপ্রীত সিং। ভারতের আক্রমণাত্মক হকির সামনে দাঁড়াতেই পারলেন না জাপানের খেলোয়াড়রা। ৫-১ গোলে জয় পেল ভারত। জোড়া গোল করলেন মনপ্রীত। বাকি গোলগুলি করেন হরমনপ্রীত, অমিত ও হার্দিক। শেষদিকে ব্যবধান কমায় জাপান। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য শেষদিকে মাঠ ছাড়েন মনদীপ। এরই সুযোগ নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে জাপান। তবে তাতে লাভ হয়নি। সহজ জয়ই পেল ভারত। এর ফলে চলতি এশিয়ান গেমসের ভারতের সোনার সংখ্যা বাড়ল। এবারই প্রথম ১০০ পদক পেতে চলেছে ভারত। এই সাফল্যে সারা দেশ গর্বিত। 

পুরুষদের হকিতে টোকিও অলিম্পিক্সে পদক পেয়েছিল ভারত। ফলে এবার এশিয়ান গেমসে সোনা জয়ের প্রত্যাশাই ছিল হরমনপ্রীতদের উপর। তাঁরা সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন। জাপানকে হারিয়ে সোনা জেতার পাশাপাশি প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনও করে ফেলল ভারতের পুরুষ দল। মহিলা দল এবারের এশিয়া কাপের সেমি-ফাইনালে চিনের কাছে হেরে যাওয়ায় সরাসরি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি। যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে রানি রামপালদের।

 

 

২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে পুরুষদের হকিতে সোনা জিতেছিল জাপান। ফলে এবারও অন্যতম ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল জাপান। কিন্তু ভারতীয় দলও তৈরি ছিল। পরপর বড় ব্যবধানে জিতে সেমি-ফাইনালে পৌঁছে যায় ভারত। পাকিস্তানকে ১-০, বাংলাদেশকে ১২-০ উড়িয়ে মনদীপ, অভিষেকরা বুঝিয়ে দেন, তাঁরা সোনা জিততে তৈরি। সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়াও ভারতের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। 

এই নিয়ে চতুর্থবার এশিয়ান গেমসে পুরুষদের হকিতে সোনা জিতল ভারত। ১৯৬৬ সালে প্রথমবার সোনা জেতে ভারতীয় দল। এরপর ১৯৯৮ সালে দ্বিতীয়বার সোনা জেতে ভারত। তৃতীয় সোনা আসে ২০১৪ সালের এশিয়ান গেমসে। ২০১৮ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল ভারতের পুরুষ হকি দল। এবার সোনা এল।

শুক্রবার ফাইনালে জাপানের বিরুদ্ধে প্রথম কোয়ার্টারে গোল পায়নি ভারত। জাপানের খেলোয়াড়রা নিজেদের রক্ষণ সামলানোর উপর জোর দিচ্ছিলেন। তবে প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৫ মিনিটে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন মনপ্রীত। ৩২ মিনিটে দ্বিতীয় গোল করেন হরমনপ্রীত। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান অমিত। ৫২ মিনিটে চতুর্থ গোল করেন অভিষেক। ৫৪ মিনিটে ব্যবধান কমায় জাপান। ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন মনপ্রীত।

আরও পড়ুন-

Asian Games 2023 IND vs BAN: বাংলাদেশকে গুঁড়িয়ে এশিয়াডের ফাইনালে ঋতুরাজরা

Asian Games 2023: আফ্রিকাজাতরা না থাকলে ভারতের পদক বাড়ত, দাবি অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধানের

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত