India Vs Pakistan: স্কোয়াশে পুরুষদের দলগত বিভাগের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

Published : Sep 30, 2023, 03:36 PM ISTUpdated : Sep 30, 2023, 06:03 PM IST
Saurav Ghosal win Bronze medal in squash at Commonwealth Games 2022 spb

সংক্ষিপ্ত

যে কোনও পর্যায়েই ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় উত্তেজক। এশিয়ান গেমসে স্কোয়াশে পুরুষদের দলগত বিভাগের ফাইনালেও উত্তেজক লড়াই দেখা গেল।

শনিবার এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা পেল ভারত। স্কোয়াশে পুরুষদের দলগত বিভাগের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দিলেন সৌরভ ঘোষাল, অভয় সিং, মহেশ মঙ্গাঁওকর। দুর্দান্ত লড়াইয়ের পর জয় পেল ভারত। এই জয়ের ফলে চলতি এশিয়ান গেমসে ১০ নম্বর সোনা পেল ভারত। ফাইনালে ভারতের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ম্যাচে নাসির ইকবালের কাছে হেরে যান মহেশ। তাঁর বিপক্ষে ম্যাচের ফল হয় ৮-১১, ৩-১১, ২-১১। এরপর সমতা ফেরান সৌরভ। তিনি হারিয়ে দেন মহম্মদ আসিম খানকে। সৌরভের পক্ষে ফল হয় ১১-৫, ১১-১, ১১-৩। এরপর নির্ণায়ক লড়াইয়ে অবতীর্ণ হন অভয়। তিনি জামান নূরকে হারিয়ে ভারতকে সোনা জেতান। অভয়কে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়। তাঁর পক্ষে ম্যাচের ফল হয় ১১-৭, ৯-১১, ৭-১১, ১১-৯, ১২-১০। ১০ নম্বর সোনা জিতে পদক তালিকায় ৪ নম্বরে উঠে এল ভারত। এখন ১০টি সোনা, ১৩টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ ভারতের।

শুক্রবার সেমি-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার বিরুদ্ধে সহজ জয় পায় ভারত। সৌরভ ও অভয় প্রথম ২ ম্যাচে জয় পাওয়ায় মহেশের খেলার দরকার হয়নি। তবে শনিবার ফাইনালে প্রথম ম্যাচ খেলেন মহেশই। কিন্তু তিনি হেরে যান। ফলে সৌরভ ও অভয়ের উপর চাপ তৈরি হয়। তবে ভারতের সবচেয়ে অভিজ্ঞ স্কোয়াশ খেলোয়াড় সৌরভ জয় ছিনিয়ে নিয়ে ভারতকে সমতায় ফেরান। এরপর দেশকে সোনা এনে দেওয়ার দায়িত্ব ছিল অভয়ের উপর। তিনি প্রথম গেমে সহজ জয় পান। কিন্তু নূর পরপর ২ গেম জিতে পাকিস্তানকে সোনা জেতানোর কাছাকাছি পৌঁছে যান। তবে প্রবল চাপের মুখে অসাধারণ প্রত্যাবর্তন ঘটান অভয়। তিনি শেষ ২ গেম জিতে নেন। শেষ গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নূর এগিয়ে গিয়েছিলেন। তবে অভয় ১০-১০ করে দেন। এরপর আর তাঁর জয় পেতে সমস্যা হয়নি।

 

 

এই নিয়ে দ্বিতীয়বার এশিয়ান গেমসে পুরুষদের স্কোয়াশে দলগত বিভাগে সোনা পেল ভারত। এর আগে ২০১৪ সালে ইঞ্চিয়নে ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে সোনা জিতেছিল ভারত। এবার পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বার এই ইভেন্টে সোনা জিতলেন সৌরভরা। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে পুরুষদের দলগত স্কোয়াশে ভারত ও পাকিস্তান ব্রোঞ্জ পেয়েছিল। এবার এই ২ দেশ যথাক্রমে সোনা ও রুপো জিতল। সৌরভদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

 

আরও পড়ুন-

Asian Games 2023: এশিয়ান গেমসে টেনিসে মিক্সড ডাবলসে সোনা রোহন বোপান্না-রুতুজা ভোসালের

Asian Games 2023: সপ্তম দিনে প্রথম পদক এল শ্যুটিংয়ে, জন্মদিনে রুপো জিতলেন সর্বজ্যোত

Asian Games 2023: মাত্র ঊনিশেই জোড়া মেডেল! কেমন সেই অভিজ্ঞতা, জানালেন রমিতা

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপে খেলতে চান, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন যশস্বী
Lionel Messi: ভারতে আসছেন মেসি! দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, 'গোট ট্যুর'-এর সম্পূর্ণ সূচি