Asian Games 2023: উশু ফাইনালে রোশিবিনা দেবী নাওরেম, রুপো নিশ্চিত ভারতের

Published : Sep 27, 2023, 07:57 PM ISTUpdated : Sep 27, 2023, 08:54 PM IST
Roshibina Devi Naorem

সংক্ষিপ্ত

এবারের এশিয়ান গেমসের ভারতের ক্রীড়াপ্রেমীদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। একের পর এক পদক জিতে চলেছেন ভারতীয়রা। পদক তালিকায় উপরের দিকেই আছে ভারত।

২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। এবারের এশিয়ান গেমসে মহিলাদের ৬০ কেজি স্যান্ডো উশুর ফাইনালে পৌঁছে গেলেন রোশিবিনা দেবী নাওরেম। বৃহস্পতিবার তিনি ফাইনালে সোনা জয়ের লক্ষ্যে নামবেন। এশিয়ান গেমসে এর আগে কোনওবার সোনা জিততে পারেনি ভারত। এবার সেই সুযোগ রয়েছে। ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন নাওরেম। এবার তিনি সোনা নিয়েই দেশে ফিরতে চান। বুধবার সেমি-ফাইনালে ভিয়েতনামের থি থু থুই এনগিউগেনকে হারিয়ে দেন নাওরেম। তাঁর পক্ষে ম্যাচের ফল ২-০। ২ মিনিট করে ২ রাউন্ড হওয়ার পরেই জয় পান নাওরেম। তাঁর সামনে কোনও প্রতিরোধই গড়তে পারেননি ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বী। বৃহস্পতিবার সোনা জিততে পারলে নতুন ইতিহাস গড়বেন নাওরেম।

সোমবার কোয়ার্টার ফাইনালে কাজাকস্তানের আয়মান কারশিগার বিরুদ্ধে জয় পান নাওরেম। এরপর বুধবার সেমি-ফাইনালেও তিনি সহজ জয় পেলেন। ২০১৮ সালের এশিয়ান গেমসের সেমি-ফাইনালে চিনের কাই ইংইংয়ের কাছে ০-১ হেরে যান নাওরেম। তবে এবার তিনি সোনা জয়ের জন্য লড়াই করবেন। ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী চিনের উ জিয়াওউই। সেমি-ফাইনালে ইরানের শাহরবানো সেমিরমিকে ২-০ হারিয়ে দিয়েছেন জিয়াওউই। ফলে ফাইনালে দুর্দান্ত লড়াই হতে চলেছে।

এর আগে এশিয়ান গেমসে উশুতে ৭টি পদক পেয়েছে ভারত। তবে সেগুলি রুপো বা ব্রোঞ্জ। এখনও পর্যন্ত কোনও ভারতীয় উশু খেলোয়াড় এশিয়ান গেমসে সোনা জিততে পারেননি। এবার নতুন ইতিহাস গড়তে পারেন নাওরেম। এর আগে শেষবার ২০১০ সালের এশিয়ান গেমসে উশুর ফাইনাল খেলেন কোনও ভারতীয়। সেবার চিনের গুয়াংঝাউয়ে হয় এশিয়ান গেমস। মহিলাদের ৬০ কেজি স্যান্ডো বিভাগের ফাইনালে ইরানের আজাদপোর খাদিজের কাছে হেরে যান সন্ধ্যারানি দেবী ওয়াংখেম। এবার সোনা জেতাই নাওরেমের লক্ষ্য। তিনি ২০১৯ সালে সাফ গেমসে সোনা জিতেছিলেন। এবার এশিয়াডে সোনা জেতাই নাওরেমের লক্ষ্য।

২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে পদক জিতেছিলেন সূর্য ভানু প্রতাপ। কিন্তু এবার তিনি পদক জিততে পারলেন না। পুরুষদের ৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম মিনসুর কাছে হেরে গিয়েছেন সূর্য। পুরুষদের ৭০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের খালিদ হোতাকের কাছে হেরে গেলেন সূরজ যাদব। তিনি দুর্দান্ত লড়াই করেও হেরে যান। প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার স্যামুয়েল মারবানের কাছে হেরে যান বিক্রান্ত বলিয়ান। ফলে পদক জয়ের জন্য নাওরেমই এখন ভারতের একমাত্র ভরসা।

আরও পড়ুন-

Asian Games 2023: হকিতে ১৩-০ গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে এশিয়াডে অভিযান শুরু করল ভারতের মেয়েরা

Asian Games 2023: রুপোর পর সোনা, চতুর্থ দিনে প্রথম সোনা এনে দিলেন সোনার মেয়েরা

Asian Games 2023: মাত্র ঊনিশেই জোড়া মেডেল! কেমন সেই অভিজ্ঞতা, জানালেন রমিতা

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?