বুধবার সকালে রুপো দিয়ে পদক জয়ের সূত্রপাত করেন ভারতীয় মহিলা শুটাররা। রুপোকে সোনায় বদলে দিলেন মনু ভাকের, এষা সিং এবং রিদম সাঙ্গওয়ান। এশিয়ান গেমসে (Asian Games 2023) ২৫ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতলেন ত্রয়ী।

শুটিং ক্রমশ ভারতের পদক পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। বুধবার সকালে রুপো দিয়ে পদক জয়ের সূত্রপাত করেন ভারতীয় মহিলা শুটাররা। রুপোকে সোনায় বদলে দিলেন মনু ভাকের, এষা সিং এবং রিদম সাঙ্গওয়ান। এশিয়ান গেমসে (Asian Games 2023) ২৫ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতলেন ত্রয়ী। তাঁদের দলগত পয়েন্ট ১৭৫৯। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছে চিন। তাদের দলগত পয়েন্ট ১৭৫৬। ১৭৪২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে রিপাবলিক অফ কোরিয়া।

Scroll to load tweet…

সোনা জয়ের শুভেচ্ছা জানিয়ে অনুরাগ ঠাকুর পোস্ট করেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ''ভারত আবার সোনা জিতল। মনু ভাকের, রিদিম সাঙ্গওয়ান ও এষা সিংকে অভিনন্দন মহিলাদের ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে সোনা জেতার জন্য। ওদের স্কোর দুর্দান্ত, ১৭৫৯। জাতীয় স্তরে হোক বা আন্তর্জাতিক, শ্যুটিং জুটি ধারাবাহিকভাবে সিনিয়র ও জুনিয়র স্তরে সাফল্য পাচ্ছে। তাদের স্কিল, নৈপুণ্য বেড়েছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে এশিয়ান গেমস, ওরা সব ক্ষেত্রে পদক জিতেছে। এই জুটিকে আমরা আরও বড় মঞ্চে দেখতে চাই।'

Scroll to load tweet…

কোয়ালিফিকেশন রাউন্ডে মনু ভাকেরের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে এই সোনালি জয়ের পথ প্রশস্ত হয়। তিনি অতুলনীয় দক্ষতা দেখিয়েছেন, একাই ৫৯০ পয়েন্ট স্কোর করেন, যা তাকে যোগ্যতার লিডারবোর্ডের শীর্ষে রেখেছে। ভারতীয় শ্যুটিং দলের আরেক দৃঢ়প্রতিজ্ঞ এষা সিং, ৫৮৬ স্কোর করে পঞ্চম স্থান অধিকার করেন। রিদম সাংওয়ান, যদিও ৫৮৩ স্কোর নিয়ে সপ্তম স্থানে ছিলেন, অসাধারণ শ্যুটিং দক্ষতা প্রদর্শন করেছিলেন। দুর্ভাগ্যবশত, রিদম অল্পের জন্য চূড়ান্ত রাউন্ড থেকে বাদ পড়েছিল, কারণ প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতি দেশে মাত্র দুইজন শুটারকে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়েছিল।