এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২৪টি পদক, দুর্দান্ত সাফল্য ভারতের

অ্যাথলেটিক্সে এশিয়ান পর্যায়ে ভারত বরবারই ভালো ফল করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য পেল ভারত।

যাঁরা নিয়মিত খেলার খবর রাখেন, তাঁদের কাছেও বাপি হাঁসদা, রেজওয়ানা মল্লিক হিনা, এই নামগুলি ভারতের অজানা। ভারতে কয়েকটি খেলা বাদ দিলে বাকি সব খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই প্রচারের আড়ালে থেকে যান। কিন্তু তাঁরাও দেশকে সাফল্য, সম্মান এনে দেন। এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য পেলেন ভারতীয় অ্যাথলিটরা। আইপিএল নিয়ে দেশজোড়া প্রচারের মধ্যে অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স মিট নিয়ে বিশেষ কারও আগ্রহ ছিল না। কিন্তু 'মাদার অফ অল স্পোর্টস' অ্যাথলেটিক্সকে উপেক্ষা করার সাধ্য কারও নেই। এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত যে সাফল্য পেল, তাতে আর কারও পক্ষেই মুখ ফিরিয়ে থাকা সম্ভব হচ্ছে না। এই প্রতিযোগিতায় ২৪টি পদক পেল ভারত। মোট পদকের হিসেবে চিনের পরেই দ্বিতীয় স্থানে ভারত। চিন ১৫টি সোনা, ৭টি রুপো ও ২টি ব্রোঞ্জ পেয়েছে। ভারতীয় অ্যাথলিটরা ৬টি সোনা, ১১টি রুপো ও ৭টি ব্রোঞ্জ পেয়েছেন।

এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স রেজওয়ানা মল্লিক হিনার। এই তরুণী ২টি সোনা ও ১টি রুপো পেয়েছেন। ৪০০ মিটার দৌড়ে তিনি মিট রেকর্ড গড়ে সোনা জিতেছেন। এছাড়া মেডলি রিলে টিমের হয়ে সোনা এবং ২০০ মিটার দৌড়ে রুপো জিতেছেন রেজোয়ানা।

Latest Videos

এই প্রতিযোগিতায় ভারতীয়দের মধ্যে হিনার পাশাপাশি মহিলাদের মধ্যে রিলেতে সোনা জিতেছেন মোহর মুখোপাধ্যায়, অভিনায়া রাজারাজন ও শিরিন আহলুওয়ালিয়া। এছাড়া ৩০০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন বংশিকা। হাই জাম্পে সোনা জিতেছেন পূজা। পুরুষ অ্যাথলিটদের মধ্যে ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন প্রিয়াংশু। ৩০০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন আমন কুমার।

ভারতের পুরুষ অ্যাথলিটদের মধ্যে ১৫০০ মিটার দৌড়ে রুপো পেয়েছেন রাহুল সানালিয়া। ৩০০০ মিটার দৌড়ে রুপো পেয়েছেন যোগেশ্বর রাজাশেখরণ। ২০০০ মিটার স্টিপলচেসে রুপো পেয়েছেন সুমিত রাঠি। ৪০০ মিটার হার্ডলসে রুপো পেয়েছেন বাপি হাঁসদা। ডিসকাস থ্রোয়ে রুপো পেয়েছেন ঋতিক। জ্যাভলিন থ্রোয়ে রুপো পেয়েছেন অর্জুন। মেডলি রিলেতে রুপো পেয়েছেন অভয় সিং, মহম্মদ রেয়ান বাশা, শরণ মেগাভরণম ও নবপ্রীত সিং।

ভারতের মহিলা অ্যাথলিটদের মধ্যে ১০০ মিটার দৌড়ে রুপো পেয়েছেন অভিনায়া। ৩০০০ মিটার দৌড়ে রুপো পেয়েছেন অঞ্জু বালা। হেপ্টাথলনে রুপো পেয়েছেন মোহর।

২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেয়েছেন অভয়। ১১০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পেয়েছেন সন্দীপ বিনোদকুমার গোন্দ। হ্যামার থ্রোয়ে ব্রোঞ্জ পেয়েছেন নরপত সিং। ১০ কিলোমিটার রেস ওয়াকে ব্রোঞ্জ পেয়েছেন বাবেন্দ্র সিং। লং জাম্পে ব্রোঞ্জ জিতেছেন মুবাসিনা মহম্মদ। শট পাটে ব্রোঞ্জ পেয়েছেন অনুপ্রিয়া ভ্যালিয়ৎ শশী। ৫০০০ মিটার রেস ওয়াকে ব্রোঞ্জ পেয়েছেন আরতি।

আরও পড়ুন-

ঐতিহাসিক জয় ভারতের দুই 'সোনার'মেয়ের, এশিয়ান যুব অ্যাথলেটিক্সে নজির রেজওয়ানার, টেনিসে জোড়া পদক আকাঙ্খার

৫৮ বছরের অপেক্ষার অবসান, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সোনা ভারতের

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari