দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলন ক্রীড়াক্ষেত্রের পরিসর ছাড়িয়ে রাজনৈতিক মহলেও ঢুকে পড়েছে। যন্তর মন্তরে হাজির হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।
দিল্লির যন্তর মন্তরে গত ৮ দিন ধরে কুস্তিগীররা যে অবস্থান চালিয়ে যাচ্ছেন তার পিছনে প্রথম দিন থেকেই রাজনৈতিক শক্তি রয়েছে বলে দাবি করলেন ব্রিজভূষণ শরণ সিং। নিজেকে নির্দোষ বলেও দাবি করেছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, ‘লড়াই এখন আর অ্যাথলিটদের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনৈতিক দলগুলি এই আন্দোলনে যোগ দিয়েছে। প্রতিবাদের প্রথম দিন থেকেই আমার মনে হয়েছে, এই প্রতিবাদ রাজনৈতিকভাবে প্রভাবিত এবং এটা অ্যাথলিটদের মতামত নয়। তাঁদের প্রভাবিত করেছেন রাজনীতিবিদরা। এটা পরিষ্কার হয়ে গিয়েছে, কংগ্রেস ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দল অ্যাথলিটদের ব্যবহার করছে। এটা প্রমাণ হয়ে গিয়েছে যে প্রতিবাদের শুরু থেকেই আমার পদত্যাগ নয়, রাজনীতিই আসল লক্ষ্য।’
ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো মারাত্মক অভিযোগ ওঠার পরেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে ২৩ এপ্রিল থেকে ফের যন্তর মন্তরে অবস্থান শুরু করেছেন ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো দেশের প্রথমসারির কুস্তিগীররা। তাঁরা ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিতে সরব হন। শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের পদক্ষেপে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। তবে কুস্তিগীরদের দাবি, ব্রিজভূষণ গ্রেফতার না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান চালিয়ে যাবেন।
সারা দেশের মানুষ কুস্তিগীরদের এই আন্দোলনকে সমর্থন করছেন। অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা, অ্যাথলিট নীরজ চোপড়া, কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব নিখাঞ্জ, বীরেন্দ্র সেহবাগ, ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া-সহ বহু ক্রীড়াবিদ আন্দোলনরত কুস্তিগীরদের পাশা দাঁড়িয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও যন্তর মন্তরে গিয়ে এই আন্দোলনকে সমর্থন করার কথা জানিয়েছেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাষ্ট্রীয় লোকদলের নেতা জয়ন্ত চৌধুরী, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক, দিল্লির মন্ত্রী আতিশী সিং, সৌরভ ভরদ্বাজকে যন্তর মন্তরে দেখা গিয়েছে। সে কথাই উল্লেখ করেছেন ব্রিজভূষণ।
বজরং অবশ্য স্পষ্ট বলেছেন, তাঁদের এই আন্দোলনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এই আন্দোলনের সঙ্গে রাজনীতিকে যুক্ত করতে দেবেন না তাঁরা। কিন্তু ব্রিজভূষণ পিছু হঠতে নারাজ। তাঁর দাবি, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। সুপ্রিম কোর্ট ও দিল্লি পুলিশের উপর আমার আস্থা আছে। আমি যে কোনও তদন্তের মোকাবিলায় তৈরি। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়া বড় ব্যাপার নয়। কিন্তু আমি অপরাধী হিসেবে পদত্যাগ করব না। আমি পদত্যাগ করলে ধরে নেওয়া হবে সব অভিযোগ স্বীকার করে নিলাম।’
আরও পড়ুন-
Wrestlers Protest: কুস্তিগীরদের পাশে প্রিয়াঙ্কা, সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন
Wrestlers Protest: ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর হলেও আন্দোলন চলবে, জানালেন কুস্তিগীররা
জ্যাংড়া জাগৃতি সংঘে কোরিয়ান মার্শাল আর্ট হাপকিডো-র টেকনিক্যাল সেমিনার