Piyali Basak Exclusive: দেনা মেটাতে দেখা করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে, জানালেন পিয়ালি

প্রবল আর্থিক সমস্যা সত্ত্বেও একের পর এক শৃঙ্গ জয় করে চলেছেন চন্দনগরের পর্বতারোহী পিয়ালি বসাক। ভবিষ্যতে আরও অনেক শৃঙ্গ জয় করাই এই পর্বতারোহীর লক্ষ্য।

মাকালু জয় করে পর্বতশৃঙ্গ থেকে নেমে আসার সময় অন্য একজনকে সাহায্য করতে গিয়ে নিজে সমস্যায় পড়েন চন্দননগরের পর্বতারোহী পিয়ালি বসাক। ফ্রস্টবাইটে আক্রান্ত হয়ে ভর্তি হতে হয় নেপালের রাজধানী কাঠমাণ্ডুর একটি হাসপাতালে। ফ্রস্টবাইটের সঙ্গে নিউমোনিয়াও হয়েছিল। সঙ্গে ছিল প্রবল আর্থিক সমস্যা। সব বাধা পেরিয়ে অবশেষে শনিবার বাড়ি ফিরলেন পিয়ালি। কলকাতা বিমানবন্দরে এশিয়ানেট নিউজ বাংলার এডিটর দেবজ্যোতি চক্রবর্তীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পিয়ালি জানালেন, 'বাড়ি ফিরতে পেরে ভালো লাগছে। তবে আমার মাথার উপর এখন বিপুল দেনা। আমি মুখ্যমন্ত্রীর সাহায্য চাই। তাঁর সঙ্গে দেখা করতে চাই। তিনি যদি আমাকে সাহায্য করেন, তাহলে দেনা মেটাতে পারব।'

শনিবার পিয়ালিকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন তাঁর পরিবার-পরিজনরা। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। সেই প্ল্যাকার্ডে লেখা দেখা যায়, 'পিয়ালিকে স্পোর্টস কোটায় সরকারি চাকরি দিতে হবে আর্থিকভাবে সাহায্য করতে হবে এবং সরকারিভাবে সম্মান জানাতে হবে।' প্রতিটি অভিযানে পিয়ালিকে বিপুল খরচ করতে হয়। এর ফলে তাঁর দেনা বেড়েই চলেছে। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য পিয়ালি। তাঁর একার পক্ষে এই বিপুল খরচের ধাক্কা সামলানো সম্ভব হচ্ছে না। সেই কারণেই মুখ্যমন্ত্রীর সাহায্য চাইছেন এই পর্বতারোহী। তাঁর পরিজনদেরও আর্জি, সরকার যদি পাশে দাঁড়ায় তাহলে আর্থিক সমস্যা মিটিয়ে আরও অনেক অভিযানে যেতে পারবেন পিয়ালি।

Latest Videos

পিয়ালি নেপালে থাকাকালীন তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন পর্বতারোহী শ্যামল সরকার। তিনি শনিবার বিমানবন্দরেও ছিলেন। শ্যামলবাবু বললেন, 'পিয়ালি বাড়ি ফিরে আসায় ভালো লাগছে। পিয়ালি যেভাবে পাহাড়ে সমস্যায় পড়েছিল, আমিও সেভাবেই একবার পাহাড়ে আটকে পড়েছিলাম। পাহাড়ে আটকে পড়লে যখন সঙ্গীরা চোখের আড়ালে চলে যায়, তখন একাকীত্ব গ্রাস করে। সেই সময় প্রচণ্ড মনের জোর লাগে। আমি তো ৭-৮ ঘণ্টা একা ছিলাম। পিয়ালি ২২ ঘণ্টা একা পাহাড়ে ছিল। ওর মনের জোর, লড়াইকে কুর্ণিশ জানাই। ও বাংলার একমাত্র পর্বতারোহী যে মানুষের সাহায্য নিয়ে ৮,০০০ মিটারের বেশি উচ্চতার ৬টি শৃঙ্গ জয় করেছে। মানুষ পিয়ালিকে সাহায্য করছে। এবার যদি সরকার সাহায্য করে তাহলে ভালো হয়।'

পর্বতারোহী অপূর্ব চক্রবর্তী বলেছেন, 'পিয়ালি যা করেছে সেটা এককথায় মির‍্যাকল। ওই উচ্চতায় সারারাত থেকেছে শুনলে অনেকে হয়তো বলবে মিথ্যে বলছে। কিন্তু পিয়ালি সেটা করে দেখিয়েছে। মনের জোরই আসল।'

আরও পড়ুন-

আর্থিক সমস্যায় চিকিৎসা করাতে পারছেন না, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি পিয়ালির

Piyali Basak Exclusive: নেপালের হাসপাতালে একা পড়ে পিয়ালি, অসহায় পরিবার

ফ্রস্ট বাইটের কালো অভিঘাতকে সঙ্গী করে কলকাতায় ফিরছেন পিয়ালি, সব জেনেও এখনও হাত গুটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia