অস্ট্রেলিয়ান ওপেন ২০২৬: ম্যাচ চলাকালীন বিয়ের প্রস্তাব পেলেন, কী প্রতিক্রিয়া আলকারাজের?

Published : Jan 25, 2026, 03:01 PM IST
Carlos Alcaraz

সংক্ষিপ্ত

Australian Open 2026: বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) অস্ট্রেলিয়ান ওপেনের অন্যতম সেরা আকর্ষণ কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। স্পেনের (Spain) এই তারকা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।

DID YOU KNOW ?
অস্ট্রেলিয়ান ওপেন ২০২৬
পরপর ৩ বার অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন কার্লোস আলকারাজ। তবে তিনি এখনও পর্যন্ত এই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হতে পারেননি।

Carlos Alcaraz: 'আমার মেয়েকে বিয়ে করো।' 'আমার শ্যালিকাকে বিয়ে করো।' 'আমাকে বিয়ে করো।' রবিবার অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2026) পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন বারবার এই প্রস্তাব পেলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ। স্পেনের (Spain) এই খেলোয়াড়ের প্রতিপক্ষ ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) টমি পল (Tommy Paul)। রড লেভার এরিনায় (Rod Laver Arena) ১৯-তম বাছাই প্রতিপক্ষের বিরুদ্ধে এই ম্যাচে লড়াই করে জয় পেতে হল আলকারাজকে। তাঁর পক্ষে ম্যাচের ফল ৭-৬ (৬), ৬-৪, ৭-৫। পরপর তিনবার অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন আলকারাজ। কিন্তু দুর্দান্ত লড়াইয়ের মধ্যেই বারবার গ্যালারি থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকায় হেসে ফেলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। দর্শকদের এই আচরণ তাঁর পক্ষে ভালোই হল। হাল্কা মেজাজে অসাধারণ লড়াই চালিয়ে তিনি কঠিন লড়াইয়ে জয় পেলেন।

কোর্টেই টি-শার্ট বদল আলকারাজের

এদিন আলকারাজকে দর্শকদের বিয়ের প্রস্তাব দেওয়াই একমাত্র উল্লেখযোগ্য ঘটনা নয়। কোর্টে দাঁড়িয়েই সবার সামনে টি-শার্ট বদল করেন এই তারকা। যা দেখে দর্শকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। ম্যাচের পর এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘সত্যি বলছি, আমি দর্শকদের উৎসাহিত করে তুলতে চাইনি। আমি শুধু সাক্ষাৎকার দেওয়ার আগে স্বচ্ছন্দ হতে চেয়েছিলাম। তবে এই বিষয়টি যে সবার ভালো লেগেছে, তাতে আমি খুশি হয়েছি।’

 

 

ম্যাচ চলাকালীন অসুস্থ দর্শক

এই ম্যাচ চলাকালীন আরও এক উল্লেখযোগ্য ঘটনা ঘটে। এক বয়স্ক দর্শক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কোর্টে থাকা চিকিৎসকরা তাঁকে সাহায্য করতে ছুটে যান। এরপর তাঁকে রড লেভার এরিনা থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জেরে ১৪ মিনিট বন্ধ থাকে খেলা। এই ঘটনার আগে পর্যন্ত আলকারাজের সঙ্গে সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছিলেন পল। কিন্তু বিরতির পর তিনি গুরুত্বপূর্ণ সময়ে ডাবল-ফল্ট করে বসেন। এর ফলে টাইব্রেকারে জয় ছিনিয়ে নেন আলকারাজ। এরপর তিনি ম্যাচের নিয়ন্ত্রণ হারাননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৬ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন কার্লোস আলকারাজ।
২২ বছর বয়সি স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ এখনও পর্যন্ত ৬ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

Bangladesh Cricket: বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে প্রতারণা করা হয়েছে! বিতর্কিত কর্তা বোর্ডে ফিরতেই নয়া ঝামেলা
WPL 2026: স্মৃতি মান্ধানা কিংবা সোফি যা পারেননি, তা করে দেখালেন ন্যাট স্কিভার! উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি