Australian Open 2026: রবিবার শুরু হচ্ছে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্ব। তার আগেই টেনিসপ্রেমীদের মাতিয়ে দিচ্ছেন কিংবদন্তি রজার ফেডেরার (Roger Federer)। তিনি যে এখনও খেলতে পারেন, তা বুঝিয়ে দিয়েছেন।
KNOW
Roger Federer: ৪৪ বছর বয়স পেরিয়ে গিয়েছেন কয়েক মাস হল। কিন্তু বয়স তাঁর দক্ষতায় বিন্দুমাত্র থাবা বসাতে পারেনি। এখনও তুলনায় অনেক কমবয়সি যে কোনও খেলোয়াড়কে চ্যালেঞ্জ জানাতে পারেন রজার ফেডেরার। এবারের অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2026) শুরু হওয়ার আগে অনুরাগীদের ফের মাতিয়ে দিলেন এই সুইস কিংবদন্তি। রড লেভার এরিনায় (Rod Laver Arena) নরওয়ের (Norway) টেনিস তারকা ক্যাসপার রাডের (Casper Ruud) বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেললেন ফেডেরার। ২০২২ সালে পেশাদার টেনিস থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মেলবোর্ন পার্কে (Melbourne Park) এলেন এই কিংবদন্তি। তিনি রাডের বিরুদ্ধে টাই-ব্রেকারে জয়ও পেলেন। এখন সারা বিশ্বের পুরুষ সিঙ্গলস টেনিস খেলোয়াড়দের মধ্যে ১২ নম্বরে আছেন নরওয়ের এই খেলোয়াড়। তিনি একসময় বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় হয়ে গিয়েছিলেন। তিনবার গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) ফাইনাল খেলেছেন। কিন্তু তাঁর পক্ষে এখনও ফেডেরারের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হচ্ছে না।
ফেডেরারকে ফের কোর্টে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা
ফেডেরার এখন আর প্রতিযোগিতামূলক টেনিস খেলছেন না। কিন্তু তিনি মজার ছলে অনুশীলনে নামতেই ভিড় জমান অনুরাগীরা। তাঁরা এই কিংবদন্তির রাজকীয় ফুটওয়ার্ক, শিল্পের ছোঁয়া মাখানো শট দেখার আশায় ছিলেন। তাঁদের সেই আশা পূর্ণ হয়েছে। এক হাতে ব্যাকহ্যান্ড রিটার্নের মাধ্যমে নিজের সেরা সময়ের কথা বারবার মনে করিয়ে দিচ্ছিলেন ফেডেরার। তাঁর ডাউন দ্য লাইন ব্যাকহ্যান্ড দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে রড লেভার এরিনা। প্রতিটি শট খেলার পর দর্শকদের অভিবাদনের জবাব দেন ফেডেরার। তাঁর মুখে হাসি দেখা যায়। তিনি যে দীর্ঘদিন পর কোর্টে নেমে খুশি, তা শরীরি ভাষা দেখেই বোঝা যাচ্ছিল।
শনিবার তারকাদের মেলা
রবিবার শুরু হচ্ছে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বের খেলা। তার আগে শনিবার এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। ফেডেরারের সঙ্গে এই অনুষ্ঠানে থাকবেন আন্দ্রে আগাসি (Andre Agassi), লিটন হিউইট (Lleyton Hewitt) ও প্যাট্রিক র্যাফটার (Patrick Rafter)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


