
Jensi Kanabar: নামটা মনে রাখবেন, জেনসি কানাবার। কয়েক বছর পর হয়তো এই কিশোরীর হাতেই কোনও গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) সিঙ্গলস খেতাব উঠবে। সারা দেশকে এই স্বপ্ন দেখাচ্ছেন জেনসি। এই কিশোরী এবার অনূর্ধ্ব-১৪ পর্যায়ে অস্ট্রেলিয়ান ওপেন (2026 Australian Open Asia-Pacific Elite 14 & Under Trophy) চ্যাম্পিয়ন হলেন। অস্ট্রেলিয়ার মিউজিমা চিলেকের (Musemma Cilek) বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে চ্যাম্পিয়ন হলেন জেনসি। তাঁর পক্ষে ম্যাচের ফল ৩-৬, ৬-৪, ৬-১। প্রথম সেটে হেরে যাওয়ার পর দ্বিতীয় সেটে ০-২ পিছিয়ে পড়েছিলেন এই কিশোরী। কিন্তু সেই অবস্থাতেও তিনি মনোবল না হারিয়ে ম্যাচে ফেরার জন্য লড়াই শুরু করেন। দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফেরানোর পর তৃতীয় সেট জিতে চ্যাম্পিয়ন হলেন এই ভারতীয় কিশোরী। তাঁর প্রতিপক্ষ শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী ও ফিট। দর্শকদের সমর্থনও পাচ্ছিলেন মিউজিমা। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন জেনসি। কোনও বাধাই তাঁকে থামাতে পারেনি।
এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই দাপট দেখান জেনসি। মেলবোর্ন পার্কে (Melbourne Park) রাউন্ড-রবিন পর্যায়ে সব ম্যাচ জিতে গ্রুপ এ-র শীর্ষে থাকেন এই কিশোরী। তিনি নেপালের (Nepal) শিবালি গুরুংয়ের (Shivali Gurung) বিরুদ্ধে স্ট্রেট সেটে ৬-৪, ৬-২ জয় পান। এরপর চিনের (China) জিনিউ ঝাউয়ের (Jinyu Zhou) বিরুদ্ধে ৭-৫, ৬-৪ জয় পান। এরপর নিউজিল্যান্ডের (New Zealand) জসলিন কে-র (Jocelyn Ke) বিরুদ্ধে ৬-০, ৬-১ জয় পান। নক-আউট পর্যায়েও তাঁর দুর্দান্ত পারফরম্যান্স বজায় থাকে। সেমি-ফাইনালে জাপানের (Japan) আওই ইয়োশিয়ার (Aoi Yoshida) বিরুদ্ধে অসাধারণ লড়াই করেন জেনসি। প্রথম সেট টাই-ব্রেকারে গড়ালেও, তিনি মাথা ঠান্ডা রেখে ৭-৬ (৩) ফলে জয় পান। এরপর দ্বিতীয় সেটে ৬-২ ফলে জয় পান এই কিশোরী। এরপর ফাইনালেও লড়াই করে জয় ছিনিয়ে নিলেন তিনি।
গুজরাটের (Gujarat) জুনাগড়ের (Junagadh) মেয়ে জেনসি ছোটবেলা থেকেই টেনিস খেলছেন। জুনিয়র পর্যায়ে সাফল্য পাওয়ার পর এবার আন্তর্জাতিক পর্যায়েও বড় সাফল্য পেলেন এই কিশোরী। তিনি আরও সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।