ধর্ষণে অভিযুক্ত কোচই দলের সঙ্গে! ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনের জবাব তলব ক্রীড়ামন্ত্রকের

Published : Jan 29, 2026, 07:12 PM IST
Sports Minister Mansukh Mandaviya

সংক্ষিপ্ত

Equestrian Federation of India: ভারতে ইকুয়েস্ট্রিয়ান খুব একটা জনপ্রিয় খেলা নয়। কিন্তু সম্প্রতি এই খেলা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, জাতীয় ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে প্রশ্রয় দিচ্ছে।

DID YOU KNOW ?
দাগী ব্যক্তিই কোচ!
তারসেম সিং ওয়ারাইচের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু তাঁকেই জাতীয় দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।

Rape-accused Coach: যাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, তাঁকেই ভারতীয় দলের কোচ হিসেবে বিদেশ সফরে পাঠানো হচ্ছে! জাতীয় ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনের (Equestrian Federation of India) এহেন কার্যকলাপে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। ক্রীড়ামন্ত্রকও (Ministry Of Youth Affairs and Sports of India) নড়েচড়ে বসেছে। ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনের কাছ থেকে জবাব তলব করা হয়েছে। ক্রীড়ামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত কর্নেল তারসেম সিং ওয়ারাইচের (Tarsem Singh Warraich) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। কিন্তু তাঁকেই জর্ডনে (Jordan) এক প্রতিযোগিতায় ভারতীয় দলের কোচ কাম ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যাঁর কারাগারে থাকার কথা, তাঁকে এভাবে জাতীয় দলের সঙ্গে বিদেশ সফরে পাঠানোর ঘটনা ভালোভাবে নেয়নি ক্রীড়ামন্ত্রক। এই কারণেই ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনকে চিঠি পাঠানো হয়েছে।

জর্ডনে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা

বৃহস্পতিবার জর্ডনে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল টেন্ট পেগিং ফেডারেশন (International Tent Pegging Federation) বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। এই প্রতিযোগিতা চলবে শনিবার পর্যন্ত। এই প্রতিযোগিতায় সেরা দুই দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। চলতি বছরেই জর্ডনে বিশ্বকাপ হবে। এরকম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ধর্ষণে অভিযুক্ত একজনকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করার ঘটনা নজিরবিহীন। এই কারণেই কঠোর মনোভাব নিচ্ছে ক্রীড়ামন্ত্রক।

দাগী তারসেম সিং

জাতীয় ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনের এগজিকিউটিভ কমিটির সদস্য তারসেম সিং কোনওদিন জাতীয় টেন্ট পেগিং চ্যাম্পিয়নশিপে যোগ দেননি। অথচ তাঁকেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হল। এই ব্যক্তির বিরুদ্ধে শুধু ধর্ষণের অভিযোগই নেই, পরিচয় গোপন করা সংক্রান্ত অভিযোগে ২০২২ সালে তাঁকে নির্বাসিত করা হয়। ২০২৪ সাল পর্যন্ত তিনি নির্বাসিত ছিলেন। এরকম একজন ব্যক্তিকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করা নিয়ে ইকুয়েস্ট্রিয়ানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে। অনেকেই প্রতিবাদে সরব হয়েছেন। সবাই আশা করছেন, জাতীয় দল দেশে ফেরার পর তারসেম সিং এবং ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনের কর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ক্রীড়ামন্ত্রক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২ বছর নির্বাসিত থাকা ব্যক্তি জাতীয় দলের কোচ!
২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নির্বাসিত থাকা তারসেম সিং ওয়ারাইচ জাতীয় ইকুয়েস্ট্রিয়ান দলের কোচ কাম ম্যানেজার!
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: '৭-১ ফলকে ৮-১ করার জন্য তৈরি,' প্রচারের ভিডিওতে পাকিস্তানকে ব্যঙ্গ
'আমার সম্পর্কে বলা হয়েছিল, ম্যাচ চলাকালীন একটা মেয়ের সঙ্গে দেখা করেছি,' বিস্ফোরক যুবরাজ