'নাডা আমাকে যে কোনওভাবে কুস্তি থেকে সরিয়ে দিতে চায়,' বিস্ফোরক বজরং পুনিয়া

Published : Sep 09, 2024, 11:50 PM IST

সদ্য কংগ্রেসে যোগ দিয়েছেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থীও হচ্ছেন। তবে কুস্তি থেকে এখনই অবসর নিচ্ছেন না অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বজরং পুনিয়া। কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ দিতে মরিয়া বজরং।

PREV
112
সাসপেন্ড করেছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং, দিল্লি হাইকোর্টে বজরং পুনিয়া

অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের বাছাই পর্বের সময় মূত্রের নমুনা জমা না দেওয়ায় সাসপেন্ড হন বজরং পুনিয়া। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বজরং।

212
এ বছরের ২৩ এপ্রিল বজরং পুনিয়াকে সাসপেন্ড করেছে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি

ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির রিপোর্টের ভিত্তিতে বজরং পুনিয়াকে সাসপেন্ড করেছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। ফলে কোনও প্রতিযোগিতাতেই যোগ দিতে পারছেন না এই কুস্তিগীর।

312
ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি তাঁকে কুস্তি থেকে সরিয়ে দিতে চাইছে, দাবি বজরং পুনিয়ার

বজরং পুনিয়ার অভিযোগ, ‘ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি আমাকে টার্গেট করছে। ওরা যে কোনওভাবে আমাকে কুস্তি থেকে সরিয়ে দিতে চাইছে।’.

412
ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি কোনও তথ্য-প্রমাণ দেখতে চাইছে না, দাবি বজরং পুনিয়ার

বজরং পুনিয়ার দাবি, ‘পরপর ২ মাসে আমাকে সাসপেন্ড করল ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি। একই ঘটনায় প্রথমবার সাসপেন্ড করার পর সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়। ফের আমাকে সাসপেন্ড করা হল।’

512
'অ্যাথলিটদের হেনস্থা করাই ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির একমাত্র কাজ,' দাবি বজরং পুনিয়ার

বজরং পুনিয়ার দাবি, ‘ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির কাছে কোনও জবাব নেই। ওরা ভুলের দায় নিতে নারাজ। ওরা শুধু অ্যাথলিটদের হেনস্থা করতে চায়।’

612
ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের বজরং পুনিয়ার

সাসপেন্ড হওয়ার কয়েক মাস পর ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির বিরুদ্ধে আইনজীবী বিদূষপত সিংহানির মাধ্যমে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বজরং পুনিয়া।

712
ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির টেস্টিং কিটে সমস্যা ছিল, দাবি বজরং পুনিয়ার

বজরং পুনিয়ার দাবি, ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির পক্ষ থেকে যে টেস্টিং কিটের মাধ্যমে তাঁর নমুনা পরীক্ষা করা হয়েছিল, সেই কিট মেয়াদ উত্তীর্ণ ছিল।

812
লড়াইয়ের মাঝেই তাঁর মূত্রের নমুনা পরীক্ষা করা হয়েছে, দাবি বজরং পুনিয়ার

টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর বজরং পুনিয়ার দাবি, দুই রাউন্ডে তাঁর লড়াইয়ের মাঝেই মূত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর ফলেই হয়তো ভুল রিপোর্ট এসেছে।

912
ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির অফিসার নিয়মবিরুদ্ধভাবে নমুনা সংগ্রহ করেছেন, দাবি বজরং পুনিয়ার

বজরং পুনিয়ার দাবি, ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির তালিকায় তাঁর নাম ছিল না। তা সত্ত্বেও নিয়মবিরুদ্ধভাবে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

1012
আগামী মাসে আলবানিয়ায় বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে যোগ দিতে মরিয়া বজরং পুনিয়া

২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আলবানিয়ায় চলবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার লক্ষ্যে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে আদালতে বজরং পুনিয়া।

1112
ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি গত ২ মাস ধরে তাঁর ব্যাখ্যার জবাব দিচ্ছে না, দাবি বজরং পুনিয়ার

বজরং পুনিয়ার দাবি, ১১ জুলাইয়ের পর থেকে তাঁর ব্যাখ্যার জবাব দিচ্ছে না ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি।

1212
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে যোগ দেওয়ার লক্ষ্যে দ্রুত শুনানি চাইছেন বজরং পুনিয়া

বজরং পুনিয়া চাইছেন, ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি দ্রুত শুনানির ব্যবস্থা করে তাঁর সাসপেনশন প্রত্যাহার করে নিক। তাহলে তিনি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পারবেন।

click me!

Recommended Stories