'এবারও প্যারালিম্পিক্সে সবার আগে ভারতের জাতীয় সঙ্গীত বাজল,' গর্বিত অবনী লেখারা

প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে প্যারালিম্পিক্সে পরপর ২ বার সোনা জিতলেন প্যারা শ্যুটার অবনী লেখারা। শুক্রবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ ইভেন্টে সোনা জিতেছেন অবনী। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল।

Soumya Gangully | Published : Aug 31, 2024 12:58 AM
112
টোকিও প্যারালিম্পিক্সের পর প্যারিস, টানা দ্বিতীয়বার সোনা জিতলেন অবনী লেখারা

টোকিও প্যারালিম্পিক্সের পর প্যারিস প্যারালিম্পিক্সেও শ্যুটিংয়ে সোনা জিতলেন অবনী লেখারা।

212
ভারতের প্রথম মহিলা প্যারা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে তৃতীয় পদক জয় অবনী লেখারার

২২ বছর বয়সেই প্যারালিম্পিক্সে জোড়া সোনা-সহ ৩ পদক জিতে নিলেন অবনী লেখারা। এই শ্যুটারই ভারতের প্রথম মহিলা প্যারা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে ৩ পদক জয়ের নজির গড়লেন।

312
প্যারিস প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে আরও একজোড়া পদক জিততে পারেন অবনী লেখারা

প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এসএইচ১ এবং ১০ মিটার মিক্সড এয়ার রাইফেল প্রোন এসএইচ১ ইভেন্টে লড়াই করবেন অবনী লেখারা। ফলে তাঁর পদক সংখ্যা বাড়তে পারে।

412
শুক্রবার টানটান উত্তেজনার মধ্যে ফাইনালে শেষ শটে বাজিমাত অবনী লেখারার

শুক্রবার দক্ষিণ কোরিয়ার লি ইউনরি ও স্বদেশীয় মোনা আগরওয়ালকে পিছনে ফেলে সোনা জিতেছেন অবনী লেখারা।

512
শুক্রবার অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ২৪৯.৭ স্কোর করে সোনা জিতেছেন অবনী লেখারা

অবনী লেখারা বলেছেন, ‘ফাইনালে কঠিন লড়াই হয়েছে। ১, ২ ও ৩ নম্বরের মধ্যে খুব কম ব্যবধান ছিল। আমি ফল নিয়ে ভাবছিলাম না। নিজের শ্যুটিং নিয়েই ভাবছিলাম।’

612
প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের জাতীয় পতাকা বাজায় গর্বিত অবনী লেখারা

অবনী লেখারা বলেছেন, ‘এবারও সবার আগে ভারতের জাতীয় সঙ্গীত বাজল। এতে আমি খুব খুশি। আমি দেশের জন্য আরও পদক জেতার চেষ্টা করব।’

712
১২ বছর আগে গাড়ি দুর্ঘটনায় শরীরের নিম্নাংশের শক্তি হারানোর পর প্যারা শ্যুটিং শুরু করেন অবনী লেখারা

২০১২ সালে মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হন অবনী লেখারা। তিনি শরীরের নিম্নাংশের শক্তি হারান। এরপর তাঁর বাবা প্রবীণ লেখারা প্যারা শ্যুটিংয়ে উৎসাহ দেন।

812
৯ বছর আগে প্যারা শ্যুটিং শুরু করার পর অবনী লেখারাকে পিছনে ফিরে তাকাতে হয়নি

২০১৫ সালে রাজস্থানের জয়পুরের জগৎপুরা শ্যুটিং রেঞ্জে অনুশীলন শুরু করেন অবনী লেখারা। এরপর তিনি একের পর এক সাফল্য পেতে শুরু করেন।

912
টোকিও প্যারালিম্পিক্সের চেয়ে প্যারিসে বেশি স্কোর করে সোনা জিতলেন অবনী

টোকিও প্যারালিম্পিক্সে ২৪৯.৬ স্কোর করে সোনা জিতেছিলেন অবনী লেখারা। এবার এই শ্যুটার ২৪৯.৭ স্কোর করলেন।

1012
প্যারিস প্যারালিম্পিক্সে সোনা জেতায় অবনী লেখারাকে অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর

শুক্রবার প্যারিস প্যারালিম্পিক্সে পদক জেতা অবনী লেখারা, মোনা আগরওয়াল, মণীশ নারওয়াল, প্রীতি পালকে অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর।

1112
প্যারালিম্পিক্সে অবনী লেখারার অসামান্য নজিরের প্রশংসায় সচিন তেন্ডুলকর

অবনী লেখারার প্রশংসা করে 'এক্স' হ্যান্ডলে সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘টোকিওতে সোনা, প্যারিসে সোনা! অবনী লেখারা, ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে পরপর ২ বার সোনা জেতা অসাধারণের চেয়ে কম কিছু নয়।’

1212
প্যারিস প্যারালিম্পিক্সে অনন্য নজির গড়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন অবনী লেখারা

অবনী লেখারার প্রশংসা করে সচিন তেন্ডুলকর 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সে ৩ পদক জিতে তুমি ঐতিহাসিক সাফল্য অর্জন করলে। তুমি চ্যাম্পিয়ন হিসেবে উত্তরাধিকার তৈরি করলে।’

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos