'এবারও প্যারালিম্পিক্সে সবার আগে ভারতের জাতীয় সঙ্গীত বাজল,' গর্বিত অবনী লেখারা
প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে প্যারালিম্পিক্সে পরপর ২ বার সোনা জিতলেন প্যারা শ্যুটার অবনী লেখারা। শুক্রবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ ইভেন্টে সোনা জিতেছেন অবনী। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল।
টোকিও প্যারালিম্পিক্সের পর প্যারিস, টানা দ্বিতীয়বার সোনা জিতলেন অবনী লেখারা
টোকিও প্যারালিম্পিক্সের পর প্যারিস প্যারালিম্পিক্সেও শ্যুটিংয়ে সোনা জিতলেন অবনী লেখারা।
ভারতের প্রথম মহিলা প্যারা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে তৃতীয় পদক জয় অবনী লেখারার
২২ বছর বয়সেই প্যারালিম্পিক্সে জোড়া সোনা-সহ ৩ পদক জিতে নিলেন অবনী লেখারা। এই শ্যুটারই ভারতের প্রথম মহিলা প্যারা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে ৩ পদক জয়ের নজির গড়লেন।
প্যারিস প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে আরও একজোড়া পদক জিততে পারেন অবনী লেখারা
প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এসএইচ১ এবং ১০ মিটার মিক্সড এয়ার রাইফেল প্রোন এসএইচ১ ইভেন্টে লড়াই করবেন অবনী লেখারা। ফলে তাঁর পদক সংখ্যা বাড়তে পারে।
শুক্রবার টানটান উত্তেজনার মধ্যে ফাইনালে শেষ শটে বাজিমাত অবনী লেখারার
শুক্রবার দক্ষিণ কোরিয়ার লি ইউনরি ও স্বদেশীয় মোনা আগরওয়ালকে পিছনে ফেলে সোনা জিতেছেন অবনী লেখারা।
অবনী লেখারার প্রশংসা করে 'এক্স' হ্যান্ডলে সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘টোকিওতে সোনা, প্যারিসে সোনা! অবনী লেখারা, ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে পরপর ২ বার সোনা জেতা অসাধারণের চেয়ে কম কিছু নয়।’
প্যারিস প্যারালিম্পিক্সে অনন্য নজির গড়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন অবনী লেখারা
অবনী লেখারার প্রশংসা করে সচিন তেন্ডুলকর 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সে ৩ পদক জিতে তুমি ঐতিহাসিক সাফল্য অর্জন করলে। তুমি চ্যাম্পিয়ন হিসেবে উত্তরাধিকার তৈরি করলে।’