মনু ভাকেরের সঙ্গে কী সম্পর্ক প্যারালিম্পিক্সে ব্রোঞ্জজয়ী রুবিনা ফ্রান্সিসের?

প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জোড়া পদক জেতেন শ্যুটার মনু ভাকের। প্যারিস প্যারালিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন প্যারা শ্যুটার রুবিনা ফ্রান্সিস।

Soumya Gangully | Published : Sep 1, 2024 12:27 AM
112
প্যারিস প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে পদক জিতে অসাধারণ নজির গড়লেন রুবিনা ফ্রান্সিস

ভারতের প্রথম মহিলা পিস্তল শ্যুটার হিসেবে চলতি প্যারিস প্যারালিম্পিক্সে পদক জিতলেন রুবিনা ফ্রান্সিস।

212
রুবিনা ফ্রান্সিসের হাত ধরে প্যারিস প্যারালিম্পিক্সে শ্যুটিংয়ে চতুর্থ পদক জিতল ভারত

শনিবার প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন রুবিনা ফ্রান্সিস।

312
খেলাই রুবিনা ফ্রান্সিসের জীবনের সবকিছু, তিনি খেলার মাধ্যমে দেশকে গর্বিত করে তুলতে চান

রুবিনা ফ্রান্সিস বলেছেন, ‘খেলাই আমার কাছে সবকিছু। খেলা আমার জীবন, আমার পেশা, আমার পরিচয়, সবকিছু। খেলা আমাকে জীবন অন্যভাবে দেখতে শিখিয়েছে। খেলা আমাকে দেশকে গর্বিত করার সুযোগ দিয়েছে।’

412
প্যারিস প্যারালিম্পিক্সে কোয়ালিফাইং রাউন্ডের চেয়ে ফাইনালে আরও ভালো পারফরম্যান্স রুবিনা ফ্রান্সিসের

প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ১ ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি রুবিনা ফ্রান্সিস। তবে ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনি পদক জিতলেন।

512
শনিবার ফাইনালে দারুণ লড়াই করে ২১১.১ স্কোর করে ব্রোঞ্জ জিতলেন রুবিনা ফ্রান্সিস

শনিবার ফাইনালের শুরু থেকেই দুর্দান্ত লড়াই করে ব্রোঞ্জ জিতলেন রুবিনা ফ্রান্সিস।

612
ভারতের অন্যতম সেরা দুই শ্যুটার মনু ভাকের ও রুবিনা ফ্রান্সিসের বিশেষ সম্পর্ক আছে

শনিবার রুবিনা ফ্রান্সিস পদক জেতার পর থেকেই মনু ভাকেরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ক্রীড়ামহলে আলোচনা শুরু হয়েছে।

712
যশপাল রানার কোচিংয়ে অসাধারণ সাফল্য পেয়েছেন মনু ভাকের ও রুবিনা ফ্রান্সিস

শ্যুটিংয়ের কোচ হিসেবে অসাধারণ সাফল্য পেয়েছেন যশপাল রানা। তিনি মনু ভাকের ও রুবিনা ফ্রান্সিসক তৈরি করেছেন।

812
মধ্যপ্রদেশের জব্বলপুরের প্যারা শ্যুটার রুবিনা ফ্রান্সিস অনেক সাফল্য পেয়েছেন

মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে উঠে এসেছেন প্যারা শ্যুটার রুবিনা ফ্রান্সিস। তিনি আন্তর্জাতিক স্তরে অনেক সাফল্য পেয়েছেন।

912
নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম, পায়ের সমস্যা, তা সত্ত্বেও সাফল্য রুবিনা ফ্রান্সিসের

নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম হয় রুবিনা ফ্রান্সিসের। তাঁর পায়ে সমস্যা আছে। বাবা সাইমন ফ্রান্সিস মেকানিক। পরিবারের আর্থিক সমস্যা সামলেই বেড়ে উঠেছেন রুবিনা ফ্রান্সিস।

1012
৯ বছর আগে প্রথমবার শ্যুটিংয়ে আগ্রহী হন রুবিনা ফ্রান্সিস, তিনি স্বপ্নপূরণ করতে পেরেছেন

২০১৫ সালে অলিম্পিয়ান গগন নারাংয়ের উৎসাহে শ্যুটিংয়ে আগ্রহী হয়ে ওঠেন রুবিনা ফ্রান্সিস। ২০১৭ সালে তিনি পুণেতে গান ফর গ্লোরি অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন।

1112
স্কুলে পড়ার সময়ই শ্যুটিংয়ে আগ্রহী হয়ে ওঠেন রুবিনা ফ্রান্সিস, তিনি থেমে থাকেননি

স্কুলে পড়ার সময় পুণের গান ফর গ্লোরি অ্যাকাডেমির কথা জানতে পারেন রুবিনা ফ্রান্সিস। তাঁর বাবা-মা শ্যুটিংয়ে উৎসাহ দেন।

1212
মধ্যপ্রদেশ শ্যুটিং অ্যাকাডেমিতে সুযোগ পাওয়ার পরেই রুবিনা ফ্রান্সিসের জীবন বদলে যায়

গান ফর গ্লোরি অ্যাকাডেমিতে ভালো পারফরম্যান্স দেখানোর সুযোগ মধ্যপ্রদেশ শ্যুটিং অ্যাকাডেমিতে সুযোগ রুবিনা ফ্রান্সিস। সেখানে তিনি যশপাল রানার কাছে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান। এরপর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পান রুবিনা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos