কমনওয়েলথ ইয়ুথ গেমসে ভারতীয় অ্যাথলেটিক্সের অন্যতম ভরসা বাপি হাঁসদা

শুক্রবার ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোয় শুরু হচ্ছে কমনওয়েলথ ইয়ুথ গেমস। সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। ফলে বেশ কয়েকটি পদকের আশায় দেশ।

এবারের কমনওয়েলথ ইয়ুথ গেমসে ভারতীয় অ্যাথলেটিক্স দলের অন্যতম ভরসা বাপি হাঁসদা। কয়েক মাস আগেই এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখান বাপি। ৪০০ মিটার হার্ডলসে রুপো পান এই অ্যাথলিট। এবার কমনওয়েলথ ইয়ুথ গেমসেও সাফল্যের জন্য তাঁর উপর নির্ভর করছে ভারত। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, 'ত্রিনবাগো ২০২৩ কমনওয়েলথ ইয়ুথ গেমসে ভারতের অ্যাথলেটিক্স দলের ৮ জন সদস্য যোগ দিচ্ছে।' বাপি ছাড়াও ভারতীয় অ্যাথলেটিক্স দলে আছেন অভয় সিং, নবপ্রীত সিং, অর্জুন, আশা কিরণ বার্লা, শিরিন আহলুওয়ালিয়া ও অনুপ্রিয়া শশী। ভারতের একমাত্র জ্যাভলিন থ্রোয়ার হিসেবে এই গেমসে যোগ দিচ্ছেন দিল্লির কিশোর অর্জুন। ২০০ মিটার দৌড়ে যোগ দিচ্ছেন অভয়। ৪০০ মিটার দৌড়ে পদক জয়ের লক্ষ্যে নবপ্রীত। ৪০০ মিটার হার্ডলসে লড়াই করবেন বাপি। ৮০০ মিটার দৌড়ে পদক জয়ের লক্ষ্যে আশা। রিলেতে থাকছেন শিরিন। শট পাটে পদকের আশায় অনুপ্রিয়া।

২০২১ সালের ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত হওয়ার কথা ছিল কমনওয়েলথ ইয়ুথ গেমস। কিন্তু করোনাভাইরাস অতিমারীর জন্য গেমস স্থগিত হয়ে যায়। এরপর টোকিও অলিম্পিক্স ও বার্মিংহাম কমনওয়েলথ গেমসের জন্য কমনওয়েলথ ইয়ুথ গেমস আয়োজন করা সম্ভব হয়নি। সেই কারণে এবার হচ্ছে এই গেমস। ২০১৭ সালের কমনওয়েলথ ইয়ুথ গেমসে একটিও পদক জিততে পারেননি ভারতীয় অ্যাথলিটরা। তার আগে ২০১৫ সালে ২টি সোনা, ১টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পেয়েছিল ভারত। সেবার ভালো পারফরম্যান্স দেখান হাই জাম্পার তেজস্বিন শঙ্কর। এবার অ্যাথলেটিক্সে পদকের জন্য বাপি ও অভয়ের দিকে তাকিয়ে ভারত। 

Latest Videos

এবারের কমনওয়েলথ ইয়ুথ গেমসে ভারতীয় অ্যাথলিটদের যাওয়ার অনুমতি দিলেও, খরচ দিতে রাজি হয়নি ক্রীড়ামন্ত্রক। ফলে খরচ বহন করতে হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। এ বছরের এপ্রিলে কমনওয়েলথ ইয়ুথ গেমসে ভারতীয় অ্যাথলিটদের পাঠানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মতি জানায় ক্রীড়ামন্ত্রক। সেই সময় জানানো হয়েছিল, ৩৩ জন অ্যাথলিটকে ত্রিনিদাদ ও টোব্যাগোয় পাঠানোর খরচ বহন করবে ক্রীড়ামন্ত্রক। জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলিকে যে আর্থিক সাহায্য করা হয়, সেই খাতেই কমনওয়েলথ ইয়ুথ গেমসে দল পাঠানোর খরচ দেওয়া হবে। এরপর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয়, ২৪ জন অ্যাথলিট ও ১১ জন কর্তাকে পাঠানো হবে। কিন্তু ২৮ জুলাই ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও তথা যুগ্মসচিবকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, কমনওয়েলথ ইয়ুথ গেমসে দল পাঠানোর ক্ষেত্রে আপত্তি না থাকলেও, আর্থিক সহায়তা করা হবে না।

আরও পড়ুন-

কমনওয়েলথ ইউথ গেমসে ভারতের একমাত্র জ্যাভলিন থ্রোয়ার হিসেবে যোগ দিচ্ছেন অর্জুন

শুক্রবার শুরু হচ্ছে কমনওয়েলথ ইয়ুথ গেমস, কতগুলি দেশ যোগ দিচ্ছে এই মিটে?

PV Sindhu: র‍্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট