'আমার বাবার প্রতি কোনওদিন কৃতজ্ঞতা প্রকাশ করেনি,' ভিনেশ ফোগটকে তোপ ববিতা ফোগটের

Published : Oct 04, 2024, 05:22 PM ISTUpdated : Oct 04, 2024, 05:37 PM IST
dangal girl political ring babita phogat mahavir phogat inld ajay chautala

সংক্ষিপ্ত

হরিয়ানার বিখ্যাত ফোগট পরিবারের মেয়েরা কুস্তিতে সারা দেশকে পথ দেখিয়েছেন। কিন্তু এবার ফোগট পরিবারেই ফাটল ধরেছে। ফোগট বোনেরা একে অপরকে আক্রমণ করছেন।

তুতো বোন ভিনেশ ফোগটকে সরাসরি অকৃতজ্ঞ বলে দিলেন কুস্তিগীর ববিতা ফোগট। তাঁর দাবি, ভিনেশের কেরিয়ারে কোচ হিসেবে মহাবীর ফোগটের যে অবদান আছে, সেটা কোনওদিন স্বীকার করেননি ভিনেশ। এক পডকাস্ট শোয়ে ববিতা বলেছেন, ‘আপনারা নিশ্চয়ই দেখেছেন, অলিম্পিক পদক নিয়ে মনু ভাকের যখন দেশে ফিরল, তখন ওর পাশে ছিলেন কোচ। একইভাবে আমন সেহরাওয়াত যখন পদক নিয়ে ফিরল, তখন ওর সঙ্গে ছিলেন কোচ। কিন্তু ভিনেশ যখন ফিরল, তখন ওর সঙ্গে ছিল দীপেন্দর হুডা। ওকেই দ্রোণাচার্য পুরস্কার দিয়ে দেওয়া ভালো। আমি বিশ্বাস করি, আমার বাবা যদি ভিনেশের সঙ্গে বিমানবন্দরে থাকতেন, তাহলে এই পরিস্থিতি নিয়ে এত রাজনীতি হত না।’

মহাবীরের অবদানের কথা বলেন না ভিনেশ?

বাবা সম্পর্কে ববিতা জানিয়েছেন, ‘আমি জীবনে তিনবার বাবাকে কাঁদতে দেখেছি। প্রথমবার যখন আমার আর বোনেদের বিয়ে হল। দ্বিতীয়বার যখন আমার কাকার মৃত্যু হয় এবং তৃতীয়বার যখন অলিম্পিক্স থেকে বাতিল হয়ে যায় ভিনেশ। এই ঘটনাগুলি বুঝতে হবে। আমি দেখেছি, ভিনেশকে কোনওদিন ওর বাবার অভাব বুঝতে দেননি আমার বাবা। আমার কাকা যখন মারা যান, তখন ভিনেশ, ওর ভাই-বোন কুস্তি ছেড়ে দেয়। আমার বাবা ওদের বাড়ি গিয়ে ওদের মায়ের মতের বিরুদ্ধে গিয়ে ওদের খেলায় ফিরিয়ে আনে। ওরা ভোর চারটেয় অনুশীলনে হাজির না হলে আমার বাবা ওদের বাড়ি গিয়ে ডেকে আনতেন। এত পরিশ্রম করার পরেও যখন কোনও কোচ ধন্যবাদ না পান, তাহলে তাঁর পক্ষে আবেগপ্রবণ হয়ে পড়াই স্বাভাবিক।’

রাজনৈতিক কারণে ফোগট পরিবারে বিবাদ?

আগেই বিজেপি-তে যোগ দিয়েছেন ববিতা। সদ্য কংগ্রেসে যোগ দিয়েছেন ভিনেশ। এই কারণে অনেকে মনে করছেন, রাজনৈতিক মতপার্থক্যের জন্যই ফোগট পরিবারের বিবাদ বাড়তে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'প্যারিসে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন, কথা বলতে চাইনি,' দাবি ভিনেশ ফোগটের

'পিটি ঊষা শুধু ছবি তুলেছিলেন, আমাকে সাহায্য করেননি,' বিস্ফোরক ভিনেশ ফোগট

ভিনেশ ফোগট সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ায় বিরক্ত, কী বললেন মহাবীর ফোগট?

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার