'প্যারিসে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন, কথা বলতে চাইনি,' দাবি ভিনেশ ফোগটের

Published : Oct 02, 2024, 09:51 PM ISTUpdated : Oct 02, 2024, 10:29 PM IST
Vinesh Phogat

সংক্ষিপ্ত

গত ২ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়মিত আক্রমণ করে চলেছেন কুস্তিগীর ভিনেশ ফোগট। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হওয়ার পর আক্রমণের মাত্রা বাড়িয়েছেন ভিনেশ।

কয়েকদিন আগেই ভিনেশ ফোগট দাবি করেছিলেন, প্যারিস অলিম্পিক্স চলাকালীন পদকজয়ী অ্যাথলিটদের ফোন করে কথা বললেও, তাঁকে ফোন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার এই কুস্তিগীর দাবি করলেন, প্রধানমন্ত্রী তাঁকে ফোন করেছিলেন। কিন্তু তিনি কথা বলতে রাজি হননি। ভিনেশের দাবি, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে আমার কাছে ফোন এসেছিল। কিন্তু আমি কথা বলতে রাজি হইনি। সরাসরি আমার কাছে ফোন আসেনি। প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দলের সঙ্গে যাওয়া আধিকারিকরা আমাকে জানান, প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলতে চান। আমি কথা বলতে তৈরি ছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা বলার জন্য শর্ত চাপানো হয়। আমাকে জানানো হয়, কথা বলার সময় আমার দলের পক্ষ থেকে কেউ থাকতে পারবেন না। কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই ব্যক্তি সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের কথোপকথন রেকর্ড করবেন। আমি চাইনি, আমার আবেগ ও কঠোর পরিশ্রম নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেন হাসিঠাট্টা করা না হয়।’

প্রধানমন্ত্রীকে তোপ ভিনেশের

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে ভিনেশ আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী যদি সত্যিই অ্যাথলিটদের কথা ভাবতেন, তাহলে তিনি কথোপকথন রেকর্ড করার কথা ভাবতেন না। তাহলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম। তিনি ভেবেছিলেন, আমি যদি ভিনেশের সঙ্গে কথা বলি, তাহলে ও গত ২ বছরের কথা জিজ্ঞাসা করতে পারে। এই কারণেই হয়তো আমাকে সরাসরি ফোন করেননি। উনি যাতে ভিডিও এডিট করতে পারেন, সেই ব্যবস্থা করতে চেয়েছিলেন। আমি এডিট না করে আসল ভি়ডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতাম। এই কারণেই আমাকে সরাসরি ফোন করেননি প্রধানমন্ত্রী।’

ভোটের প্রচারে ব্যস্ত ভিনেশ

ভিনেশ এখন হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত। জুলানা আসনে প্রার্থী হয়েছেন এই কুস্তিগীর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'পিটি ঊষা শুধু ছবি তুলেছিলেন, আমাকে সাহায্য করেননি,' বিস্ফোরক ভিনেশ ফোগট

ভিনেশ ফোগট সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ায় বিরক্ত, কী বললেন মহাবীর ফোগট?

২০৩২ পর্যন্ত খেলার পরিকল্পনা, অবসরের সিদ্ধান্ত বদলাচ্ছেন ভিনেশ ফোগট?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং ভারতের
আইপিএল ২০২৬: দলে রদবদল হচ্ছে, নিলামে কাদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর?