সংক্ষিপ্ত
প্যারিস অলিম্পিক্সে নিয়মের জাঁতাকলে নিশ্চিত পদক হারিয়েছেন ভারতের অন্যতম সেরা কুস্তিগীর ভিনেশ ফোগট। এবার সেই ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ভিনেশ।
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালের আগে ওজন বেশি হয়ে যাওয়ার জন্য বাতিল হওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ভিনেশ ফোগট। ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষার বিরুদ্ধে তাঁকে সাহায্য না করার অভিযোগ এনেছেন ভিনেশ। তাঁর দাবি, ‘প্যারিসে আমি কী সাহায্য পেয়েছি জানি না। হাসপাতালে আমার সঙ্গে দেখা করেন পিটি ঊষা ম্যাডাম। উনি আমার সঙ্গে ছবি তোলেন। রাজনীতিতে বলা হয়, বন্ধ দরজার আড়ালে অনেককিছুই হয়। একইভাবে প্যারিসে আমার সঙ্গে রাজনীতি হয়েছে। এই কারণেই আমার হৃদয় ভেঙে গিয়েছে। অনেকেই আমাকে কুস্তি না ছাড়ার অনুরোধ জানাচ্ছেন। কিন্তু আমি কীসের জন্য কুস্তি চালিয়ে যাব? সব জায়গায় রাজনীতি চলছে।’
জোর করে ছবি তুলেছেন ঊষা!
ঊষার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন ভিনেশ। তাঁর দাবি, ‘আমি সেই সময় হাসপাতালের শয্যায় শুয়েছিলাম। বাইরে কী হচ্ছিল সেটা আমার জানা ছিল না। আমি জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার পাশে আছেন, এটা সবাইকে দেখানোর জন্য আমার অনুমতি না নিয়েই আমার সঙ্গে ছবি তোলেন পিটি ঊষা। তারপর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে তিনি দাবি করেন, আমার পাশে আছেন।’
কেন্দ্রীয় সরকার সাহায্য করেনি!
ঊষার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন ভিনেশ। তাঁর দাবি, ‘আমি প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পর নিজেই মামলা দায়ের করেছিলাম। পরদিন সেখানে পৌঁছন হরিশ সালভে স্যার। প্যারিসে যে আইনজীবীরা ছিলেন, তাঁরা আমার পক্ষে লড়াই করেন। ভারত সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়নি। তৃতীয় পক্ষ হিসেবে ছিল ভারত সরকার। আমি ভারতের প্রতিনিধি হিসেবে প্যারিসে গিয়েছিলাম। মামলা করার দায়িত্ব ছিল ভারত সরকারের।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ভিনেশ ফোগট সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ায় বিরক্ত, কী বললেন মহাবীর ফোগট?
২০৩২ পর্যন্ত খেলার পরিকল্পনা, অবসরের সিদ্ধান্ত বদলাচ্ছেন ভিনেশ ফোগট?
ভিনেশ ফোগট বাতিল হওয়ার পর আন্তর্জাতিক কুস্তিতে ওজন সংক্রান্ত নিয়মে বদল আসছে?