সংক্ষিপ্ত

ভারতে মহিলাদের কুস্তিতে কিংবদন্তি কোচ মহাবীর ফোগট। তাঁরই পরিবারের সদস্যা ভিনেশ ফোগট। কুস্তি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ায় ভিনেশের উপর বিরক্ত মহাবীর।

অলিম্পিক্সে সোনা জেতার চেষ্টার বদলে রাজনীতিতে যোগ দেওয়া এবং নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ভিনেশ ফোগটের উপর খুশি নন মহাবীর ফোগট। এই কিংবদন্তি কুস্তি কোচ বলেছেন, 'আমি চাইছিলাম ভিনেশ ফোগট আরও একবার অলিম্পিক্সে যোগ দিক এবং সোনার পদক জিতুক। ওর অলিম্পিক্সের লক্ষ্যপূরণের দিকে মন দেওয়া উচিত ছিল। আমি ওর রাজনীতিতে যোগ দেওয়ার বিপক্ষে।' শুধু ভিনেশই নন, মহাবীরের মেয়ে ববিতা ফোগটও সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন। ২০১৯ সালে বিজেপি-তে যোগ দেন ববিতা। এ প্রসঙ্গে মহাবীর বলেছেন, ‘তরুণ-তরুণীরা নিজেদের সিদ্ধান্ত নেবে। সেটা ওদের উপরেই নির্ভর করছে। ওদের বড় করে তোলা এবং যত্ন করাই আমার দায়িত্ব ছিল। এই বয়সে ভিনেশ আরও একবার অলিম্পিক্সে যোগ দিতে পারত। আমি চেয়েছিলাম ও এবার অলিম্পিক্সে সোনা জিতুক।’

কংগ্রেসে যোগ ভিনেশের

হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিয়েছেন ভিনেশ ও বজরং পুনিয়া। তাঁরা হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থীও হচ্ছেন বলে জানা গিয়েছে। জুলানা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ভিনেশ। বজরং কোন কেন্দ্রে প্রার্থী হচ্ছেন তা এখনও জানা যায়নি। মহাবীর বলেছেন, একজন খেলোয়াড় রাজনীতিতে যোগ দিলে তাঁর প্রতি সব আশা শেষ হয়ে যায়।

ব্রিজভূষণের জন্যই রাজনীতিত ভিনেশ?

ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করার পর এবার সরাসরি রাজনীতিতে যোগ দিলেন ভিনেশ। অনেকে বলছেন, ব্রিজভূষণের জন্যই রাজনীতিতে যোগ দিয়েছেন ভিনেশ। তবে সে কথা মানতে নারাজ মহাবীর। তিনি বলেছেন, ‘ব্রিজভূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। তার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এর আগে কোনও সমস্যা হয়নি। নির্বাচন ঘোষণার পর এসব হয়েছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কংগ্রেসে যোগদান, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন ভিনেশ, বজরং

'আপনাদের মেয়ে সঙ্গে আছে,' শম্ভু সীমানায় কৃষকদের বিক্ষোভে ভিনেশ ফোগট

২০৩২ পর্যন্ত খেলার পরিকল্পনা, অবসরের সিদ্ধান্ত বদলাচ্ছেন ভিনেশ ফোগট?