ঠিক যেন সিনেমার চিত্রনাট্য! ব্রিজভূষণের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগে তুলে নেওয়া হল মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা

ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগে মামলা চলছে। আদালতে দোষী সাব্যস্ত হলে শাস্তি পাবেন ব্রিজভূষণ।

হিন্দি ছবিতে এই দৃশ্য অনেকবার দেখা গিয়েছে। কোনও প্রভাবশালী অপরাধীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে খুন হয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংও কি প্রভাব খাটিয়ে একই পথে বেছে নিতে চাইছিলেন? না হলে তাঁর বিরুদ্ধে আদালতে যৌন হেনস্থার মামলায় সাক্ষ্য দেওয়ার ঠিক আগে কেন মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা তুলে নিল দিল্লি পুলিশ? বৃহস্পতিবার ভিনেশ ফোগট অভিযোগ করেন, ব্রিজভূষণের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে চলা মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা তুলে নিয়েছে দিল্লি পুলিশ। মহিলা কুস্তিগীররা আদালতের দ্বারস্থ হন। আদালত নির্দেশ দেয়, অবিলম্বে মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা ফেরাতে হবে। আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশকে লিখিতভাবে জানাতে হবে, কেন মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। আদালতে পরবর্তী শুনানির সময় এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

ভিনেশের অভিযোগ অস্বীকার পুলিশের

Latest Videos

মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। গুলি চালনার প্রশিক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মীদের ডেকে পাঠানো হয়েছিল বলে দাবি করেছে দিল্লি পুলিশ। এই ঘটনা নিয়মিত চলে বলেও দাবি দিল্লি পুলিশের। এক বিবৃতিতে দাবি করা হয়েছে, 'পুলিশ সাপোর্ট অফিসার ইতিমধ্যেই ফের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। না হলে আজ রাতের মধ্যেই সেই ব্যবস্থা হয়ে যাবে।' সোশ্যাল মিডিয়ায় ভিনেশের অভিযোগ প্রসঙ্গে দিল্লি পুলিশের দাবি, ‘নিরাপত্তা তুলে নেওয়ার জন্য কোনও নির্দেশ দেওয়া হয়নি। যদি নিরাপত্তারক্ষীদের পৌঁছতে দেরি হয়, তাহলে সেই ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হবে। কুস্তিগীরদের এ বিষয়ে সব জানানো হয়েছে।’

ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ ৫ কুস্তিগীরের

ব্রিজভূষণের বিরুদ্ধে ৬ জন মহিলা কুস্তিগীর যৌন হেনস্থার অভিযোগ আনেন। তবে এক নাবালিকা পরে অভিযোগ প্রত্যাহার করে নেন। এখন ৫ জনের অভিযোগের ভিত্তিতে মামলা চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Karan Bhushan Singh: ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত ২, আহত মহিলা

Brij Bhushan Sharan Singh: চার্জ গঠনের নির্দেশ দিল্লির আদালতের, বিপাকে ব্রিজভূষণ শরণ সিং

Brij Bhushan Sharan Singh: সুযোগ পেলেই যৌন হেনস্থা করতেন ব্রিজভূষণ, দাবি দিল্লি পুলিশের

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari