সংক্ষিপ্ত
এবারে লোকসভা নির্বাচনে ব্রিজভূষণ শরণ সিংকে প্রার্থী করেনি বিজেপি। ব্রিজভূষণের ছোট ছেলে করণ ভূষণ সিংকে কাইজারগঞ্জে প্রার্থী করা হয়েছে।
ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলে করণ ভূষণ সিংয়ের কনভয়ে থাকা একটি গাড়ির ধাক্কা প্রাণ হারালেন দুই যুবক। জখম হয়েছেন এক মহিলা। বুধবার উত্তরপ্রদেশের গোন্ডায় এই ঘটনা ঘটেছে। এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের কাইজারগঞ্জে বিজেপি প্রার্থী করণ। তাঁর কনভয়ে থাকা একটি গাড়ি কীভাবে এই মারাত্মক দুর্ঘটনায় জড়িয়ে পড়ল, সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যে গাড়িটি এই দুর্ঘটনা ঘটিয়েছে, সেটি ব্রিজভূষণের মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের নামে নথিভুক্ত। দুর্ঘটনার পর গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। চালক লবকুশ শ্রীবাস্তবকে গ্রেফতার করা হয়েছে। গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে বসল সেটা খতিয়ে দেখছে পুলিশ।
দুর্ঘটনার পর গোন্ডায় উত্তেজনা
কাইজারগঞ্জের বিদায়ী সাংসদ ও ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ বা তাঁর ছেলে দুর্ঘটনার সময় কনভয়ে ছিলেন কি না স্পষ্ট নয়। তবে যে গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছে সেটি তাঁদেরই। কার্নালগঞ্জের স্টেশন হাউস অফিসার নির্ভয় নারায়ণ সিং জানিয়েছেন, রেহান খান (১৭) ও তাঁর তুতো ভাই শেহজাদ খান (২০) একটি মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। একটি স্কুলের কাছে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা মারে গাড়িটি। এই গাড়ির ধাক্কাতেই জখম হয়েছেন সীতা দেবী নামে ৬০ বছর বয়সি এক মহিলা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
চালককে জেরা করছে পুলিশ
গোন্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাধেশ্যাম রাই জানিয়েছেন, ঠিক কী ঘটেছিল জানার জন্য গাড়িটির চালকে জেরা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কনভয়ে মোট চারটি গাড়ি ছিল। তার মধ্যে সবচেয়ে পিছনে থাকা গাড়িটিই রেল লাইন পেরনোর সময় উল্টোদিক থেকে আসা মোটর সাইকেলে ধাক্কা মারে। প্রকৃত ঘটনা জানর জন্য তদন্ত চালানো হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Brij Bhushan Sharan Singh: লোকসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী তালিকায় নেই ব্রিজভূষণ
Brij Bhushan Sharan Singh: চার্জ গঠনের নির্দেশ দিল্লির আদালতের, বিপাকে ব্রিজভূষণ শরণ সিং
Brij Bhushan Sharan Singh: সুযোগ পেলেই যৌন হেনস্থা করতেন ব্রিজভূষণ, দাবি দিল্লি পুলিশের