টানা ২১৭৪ দিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম ৩ জনের মধ্যে, অনন্য নজির নীরজ চোপড়ার

গত কয়েক বছর ধরে অ্যাথলেটিক্সে ভারতের সেরা বাজি নীরজ চোপড়া। পরপর ২ বার অলিম্পিক্সে পদক জিতেছেন এই অ্যাথলিট। এবার ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তৈরি হচ্ছেন নীরজ।

Soumya Gangully | Published : Aug 23, 2024 12:58 PM IST
112
পরপর ২ বার আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুপো জিতলেন ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া

প্যারিস অলিম্পিক্সের পর লোজান ডায়মন্ড লিগেও রুপো জিতলেন নীরজ চোপড়া। চোট উপেক্ষা করেই ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এই অ্যাথলিট।

212
বৃহস্পতিবার রাতে লোজান ডায়মন্ড লিগে মরসুমের সেরা থ্রো করে রুপো পেলেন নীরজ চোপড়া

লোজান ডায়মন্ড লিগে ৮৯.৪৯ মিটার থ্রো করেন নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো ফাইনালে যে পারফরম্যান্স দেখিয়েছিলেন, ডায়মন্ড লিগে তার চেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন নীরজ।

312
টানা ২১৭৪ দিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম ৩ জনের মধ্যে থাকার নজির নীরজ চোপড়ার

লোজান ডায়মন্ড লিগে রুপো জেতার মাধ্যমে টানা ২১৭৪ দিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম ৩ জনের মধ্যে আছেন নীরজ চোপড়া।

412
২০২০ থেকে এখনও পর্যন্ত টানা ২৩টি প্রতিযোগিতায় পদক জিতলেন নীরজ চোপড়া

টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া টানা ২৩টি প্রতিযোগিতায় প্রথম ৩ জনের মধ্যে থাকার নজির গড়েছেন।

512
প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের পর নীরজ চোপড়ার ব্র্যান্ড ভ্যালুয়েশন বেড়ে হতে পারে ৩৩০ কোটি টাকা

পরপর ২ বার অলিম্পিক্সে পদক জয়ের পর নীরজ চোপড়ার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। তাঁর ব্র্যান্ড ভ্যালুয়েশন এবার বেড়ে ৩৩০ কোটি টাকা হতে পারে।

612
প্যারিস অলিম্পিক্সের পর নীরজ চোপড়ার ব্র্যান্ড ভ্যালুয়েশন ৩০-৪০ শতাংশ বেড়ে যেতে পারে

প্যারিস অলিম্পিক্সের আগে নীরজ চোপড়ার ব্র্যান্ড ভ্যালুয়েশন ছিল ২৯.৬ মিলিয়ন মার্কিন ডলার। এবার তা বেড়ে ৪০ মিলিয়ন মার্কিন ডলার হতে চলেছে।

712
ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার পদে কর্মরত নীরজ চোপড়া, তাঁর পদোন্নতি হতে পারে

ভারতীয় সেনাবাহিনীর সদস্য নীরজ চোপড়া। তবে তিনি বছরের বেশিরভাগ সময়ই প্রশিক্ষণ ও প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত থাকেন।

812
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্যের মাধ্যমে অ্যাথলিটদের কাছে আদর্শ হয়ে উঠেছেন নীরজ চোপড়া

ওড়িশার অ্যাথলিট কিশোর জেনাও প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন। তবে তিনি ফাইনালে পৌঁছতে পারেননি।

912
আগামী মাসে ডায়মন্ড লিগ ফাইনালে ভালো পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নীরজ চোপড়া

২০২২ সালে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হন নীরজ চোপড়া। তিনি ২০২৩ সালে রানার্স হন। এবার ফের ডায়মন্ড লিগ জয়ের লক্ষ্যে নীরজ।

1012
এখনও ৯০ মিটারের থ্রো করতে পারেনি নীরজ চোপড়া, এই লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি

লোজান ডায়মন্ড লিগেও ৯০ মিটার থ্রো করতে পারেননি নীরজ চোপড়া। তিনি ৯০ মিটারের গণ্ডি পেরিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন।

1112
নীরজ চোপড়াকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার জন্য আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন সংস্থা

প্যাকেজড ফুড, স্বাস্থ্য, পুষ্টি, গয়না, ব্যাঙ্ক, শিক্ষার মতো পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা নীরজ চোপড়াকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করতে চাইছে।

1212
আগামী মাসে ডায়মন্ড লিগ ফাইনালের পর অস্ত্রোপচার করাতে পারেন নীরজ চোপড়া

অনেকদিন ধরেই কুঁচকির চোটে ভুগছেন নীরজ চোপড়া। ডায়মন্ড লিগ ফাইনালের পর চোট সারানোর জন্য তিনি অস্ত্রোপচার করাতে পারেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos