আগামী বুধবার শুরু হচ্ছে প্যারিস প্যারালিম্পিক্স, পদক জয়ের দৌড়ে এই ভারতীয়রা

অলিম্পিক্সের মতোই প্যারালিম্পিক্সেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয়রা। এবার প্যারিস প্যারালিম্পিক্সেও ভারতের প্যারা অ্যাথলিটদের পারফরম্যান্স ভালো হবে বলে আশায় সারা দেশ। প্যারিস অলিম্পিক্সে সোনা পায়নি ভারত। তবে প্যারালিম্পিক্সে সোনা আসতে পারে।

Soumya Gangully | Published : Aug 23, 2024 3:17 PM / Updated: Aug 23 2024, 09:21 PM IST
112
২৮ অগাস্ট শুরু হচ্ছে প্যারিস প্যারালিম্পিক্স, ভালো ফলের আশায় ভারতীয় প্যারা অ্যাথলিটরা

লন্ডন, রিও, টোকিও প্যারালিম্পিক্সে ভারতীয়রা ভালো ফল করেছেন। এবার প্যারিস প্যারালিম্পিক্সেও ভালো ফলের আশায় ভারতীয় প্যারা অ্যাথলিটরা।

212
প্যারিস প্যারালিম্পিক্সে যোগ দিচ্ছেন ৮৪ জন ভারতীয় প্যারা অ্যাথলিট

প্যারিস প্যারালিম্পিক্সে মোট ১২টি খেলায় পদক জয়ের জন্য লড়াই করবেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। ভারতের মোট ৮৪ জন প্যারা অ্যাথলিট প্যারিস প্যারালিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন।

312
প্যারিস প্যারালিম্পিক্সে প্যারা-আর্চারিতে পদক জয়ের লক্ষ্যে শীতল দেবী

জম্মুর কিশতওয়ারের ১৭ বছর বয়সি প্যারা-আর্চার শীতল দেবী ২০২২ সালে এশিয়ান প্যারা গেমসে ব্যক্তিত কম্পাউন্ড ও মিক্সড টিম কম্পাউন্ড ইভেন্টে সোনা জেতেন। এবার প্যারিস প্যারালিম্পিক্সেও সোনা জয়ের লক্ষ্যে এই কিশোরী।

412
টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস গড়ার পর প্যারিসে ফের সোনার লক্ষ্যে অবনী লেখারা

টোকিও প্যারালিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জরে নজির গড়েন অবনী লেখারা। এবার প্যারিস প্যারালিম্পিক্সেও মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জয়ের লক্ষ্যে অবনী। 

512
নীরজ চোপড়া পারেননি, প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে ফের সোনার লক্ষ্যে সুমিত আন্টিল

টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন নীরজ চোপড়া। এরপর টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন সুমিত আন্টিল। প্যারিস অলিম্পিক্সে নীরজ সোনা জিততে না পারলেও, প্যারালিম্পিক্সে ফের সোনার লক্ষ্যে সুমিত।

612
টোকিও প্যারালিম্পিক্সের পর প্যারিসেও ব্যাডমিন্টনে সোনার লক্ষ্যে কৃষ্ণ নাগর

টোকিও প্যারালিম্পিক্সে পুরুষদের সিঙ্গলস এসএইচ৬ ইভেন্টে সোনা জেতেন প্যারা-শাটলার কৃষ্ণ নাগর। এবার প্যারিস প্যারালিম্পিক্সেও সোনা জয়ের লক্ষ্যে কৃষ্ণ।

712
প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ব্যাডমিন্টনে সোনা জয়ের লক্ষ্যে মানসী জোশী

মহিলাদের প্যারা-ব্যাডমিন্টন সিঙ্গলস এসএল৩ ইভেন্টে ৭ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন মানসী জোশী। এবার প্যারিস প্যারালিম্পিক্সেও সোনার লক্ষ্যে মানসী।

812
প্যারিস প্যারালিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় পলক কোহলি

টোকিও প্যারালিম্পিক্সে ভারতীয় দলের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় পলক কোহলি। এবার প্যারিস প্যারালিম্পিক্সে পদক জয়ের লক্ষ্যে পলক।

912
প্যারিস প্যারালিম্পিক্সে সাঁতারে একাধিক ইভেন্টে পদকের লক্ষ্যে সূযশ যাদব

২০১৮ সালে এশিয়ান প্যারা গেমসে অসাধারণ পারফরম্যান্স দেখান প্যারা-স্যুইমার সূযশ যাদব। এবার প্যারিস প্যারালিম্পিক্সে পদকের লক্ষ্যে এই সাঁতারু।

1012
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পর এবার প্যারিস প্যারালিম্পিক্সে পদকের দাবিদার মনদীপ কউর

২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় মনদীপ কউর। এবার প্যারিস প্যারালিম্পিক্সেও পদকের লক্ষ্যে মনদীপ।

1112
টোকিও প্যারালিম্পিক্সে ৫ সোনা-সহ ১৯টি পদক জেতেন ভারতের প্যারা-অ্যাথলিটরা

টোকিও প্যারালিম্পিক্সে ৫ সোনা, ৮ রুপো এবং ৬ ব্রোঞ্জ পদক জেতেন ভারতের প্যারা-অ্যাথলিটরা।

1212
২৮ অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্যারিস প্যারালিম্পিক্স, পদক সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ভারত

টোকিও প্যারালিম্পিক্সের চেয়ে এবার আরও ভালো ফলের লক্ষ্যে ভারতের প্যারা-অ্যাথলিটরা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos