
Divya Deshmukh: দাবাতে ভারত পেল প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন। এমনিতে অবশ্য ভারত থেকেই যে প্রথমবার মহিলাদের দাবা বিশ্বচ্যাম্পিয়নশিপের বিজয়ী পাওয়া যাবে, তা আগে থেকেই নিশ্চিত ছিল (divya deshmukh vs humpy)।
কিন্তু প্রশ্ন এটাই ছিল যে, কে জিতবেন? ৩৮ বছর বয়সী কোনেরু হাম্পি? নাকি ১৯ বছরের দিব্যা দেশমুখ। শেষপর্যন্ত, বাজিমাৎ করলেন সেই দিব্যা। সোমবার, টাইব্রেকারে তিনি হারিয়ে দিলেন কোনেরু হাম্পিকে। এদিন দ্বিতীয় র্যাপিড গেমটি জিতে চ্যাম্পিয়ন হন দিব্যা।
সেখানে প্রথম র্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন দিব্যা। তিনি চাল দেন ‘পেট্রভ’স ডিফেন্স’ দিয়ে। বলা চলে, দুজনই বেশ আক্রমণাত্মক খেলছিলেন। দ্রুত চাল বিনিময় চলছিল এবং সময় কমতে থাকে। কিন্তু দেখে বোঝা যাচ্ছিল যে, কেউই সেইভাবে জেতার মতো জায়গায় নেই। ফলে, বাধ্য হয়ে ড্রয়ের সিদ্ধান্ত নেন দিব্যা এবং হাম্পি।
এরপর দ্বিতীয় র্যাপিড গেমে, সাদা ঘুঁটি নিয়ে খেলেন হাম্পি। তিনি শুরু করেন ‘কুইন্স গ্যাম্বিট’ দিয়ে। তবে কালো ঘুঁটি নিয়ে খেললেও, দিব্যা জয়ের জন্য মরিয়া হয়ে ওঠেন। তিনি সময় অবশ্য কিছুটা কম নিচ্ছিলেন। অন্যদিকে, হাম্পি চাল দিতে তুলনামূলক বেশি সময় নিচ্ছিলেন।
ফলে, তাঁর ঘড়িতে সময় কমে আসছিল। মাত্র ৮ মিনিট এগিয়ে ছিলেন দিব্যা। এরপর বাধ্য হয়ে ড্র করার চেষ্টা করেন হাম্পি। কিন্তু শেষপর্যন্ত, পারেননি তিনি। চাপের মুখে একটা ভুল চাল দিয়ে ফেলেন হাম্পি। আর সেটাকেই সঠিকভাবে কাজে লাগান দিব্যা। মোট ৩৪টি চালের পর, পরাজিত হন হাম্পি।
যদিও অভিজ্ঞতার দিক দিয়ে হাম্পির থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন দিব্যা। কিন্তু তিনি বাজিমাৎ করলেন তাঁর আগ্রাসনকে কাজে লাগিয়ে। উল্লেখ্য গোটা প্রতিযোগিতাতেই বেশ আক্রমণাত্মক খেলেছেন তিনি। বরং, হাম্পিকে অনেক বেশি রক্ষণাত্মক দেখিয়েছে। এদিকে প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতে রীতিমতো কেঁদে ফেলেন দিব্যা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।