Michael Schumacher: স্ত্রীর সাহায্যে হাতে তুলে নিলেন কলম, সুস্থ হয়ে উঠছেন মাইকেল শুমাখার

Published : Apr 16, 2025, 12:27 AM ISTUpdated : Apr 16, 2025, 12:31 AM IST
Michael Schumacher wife Corinna

সংক্ষিপ্ত

Michael Schumacher: বেশ কয়েক বছর ধরেই গুরুতর অসুস্থ ফর্মুলা ওয়ানের কিংবদন্তি মাইকেল শুমাখার। তবে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁকে সাহায্য করছেন স্ত্রী করিনহা শুমাখার।

Michael Schumacher: প্রায় ১২ বছর পর প্রকাশ্যে কোনও কাজ করলেন ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখার। তিনি স্ত্রী করিনহা শুমাখারের সাহায্য নিয়ে একটি ক্র্যাশ হেলমেটে স্বাক্ষর করেছেন। ২০১৩ সালে ফরাসি আল্পসে স্কি করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন শুমাখার। এর পর থেকেই তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন। প্রায় ১২ বছর পর প্রকাশ্যে কোনও কাজ করলেন এই কিংবদন্তি। এবার একসময় ফর্মুলা ওয়ান সার্কিটে সতীর্থ জ্যাকি স্টুয়ার্টের হেলমেটে নিজের নামের অদ্যাক্ষর ‘MS’ লিখেছেন শুমাখার। স্টুয়ার্টের ডিমেনশিয়া দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে শুমাখারের স্বাক্ষরিত হেলমেটটি নিলামে তোলা হবে। এই হেলমেটে স্বাক্ষর করার সময় শুমাখারের পাশে ছিলেন তাঁর স্ত্রী। তিনিই এই কিংবদন্তিকে কলম ধরে স্বাক্ষর করতে সাহায্য করেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শুমাখারের স্বাক্ষরিত হেলমেটের ছবি

বিশ্বজুড়ে শুমাখারের অনুরাগী ছড়িয়ে আছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই কিংবদন্তির স্বাক্ষরিত হেলমেটের ছবি ভাইরাল। তাঁর অনুরাগীরা এই ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। স্টুয়ার্ট বলেছেন, ‘আমার এটা দেখে খুব ভালো লাগছে যে মাইকেল এই উদ্যোগে সামিল হয়ে হেলমেটে স্বাক্ষর করতে পেরেছে। ডিমনেশিয়া এমন এক রোগ যার কোনও প্রতিকার নেই। এই কাজে ওর স্ত্রী ওকে সাহায্য করে। এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে সব সেটের চ্যাম্পিয়ন আমাদের সঙ্গেই আছে।’

 

 

কোমা থেকে ঘুরে দাঁড়িয়েছেন শুমাখার

স্কি করতে গিয়ে দুর্ঘটনায় পড়ার পর কোমায় চলে যান শুমাখার। সেই সময় থেকেই তিনি সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। তিনি এখন সুইজারল্যান্ডের জেনেভা লেকের তীরে ১০৪ অস্ট্রেলিয়ান ডলার খরচ করে বিশেষঙাহে নির্মিত এক বাড়িতে থাকেন। একদল নিবেদিতপ্রাণ চিকিৎসা কর্মীর দল সবসময় তাঁর যত্ন নেন। করিনহা সবসময় তাঁর স্বামীর পাশে আছেন। দুর্ঘটনার পর থেকেই শুমাখারের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা হয়েছে। অল্প কয়েকজন ব্যক্তিই এই কিংবদন্তির সঙ্গে দেখা করার সুযোগ পান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা