
Lovlina Borgohain: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) নিয়মে সত্যিই বেজায় মুশকিলে পড়েছেন তারকা লভলিনা বরগোঁহাই। পরবর্তী অলিম্পিকে তিনি ৭৫ কেজি বিভাগে নামতে পারবেন না, তা এখনও নিশ্চিত নয়। আইওসি এই বিভাগে তাঁকে বাতিল করে দিয়েছে। তাহল কী করবেন তিনি?
সূত্র মারফৎ জানা যাচ্ছে, ৭৫ কেজির পরিবর্তে ইতিমধ্যেই ৭০ কেজি বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লভলিনা। উল্লেখ্য, গত ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাটও তাঁর ওজন বিভাগ পরিবর্তন করেছিলেন এবং তারপর ফাইনালেও পৌঁছে গেছিলেন। কিন্তু ১০০ গ্রাম অতিরিক্ত ওজন থাকায় তাঁর কাছ থেকে ছিটকে যায় পদক। তাই লভলিনাকে এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থেকেই বক্সিং রিংয়ে নামতে হবে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে বুধবার, আইওসি আসন্ন ২০২৮ সালের অলিম্পিকের সময়সূচি এবং অ্যাথলিট কোটা ঘোষণা করে দিয়েছে। লভলিনাকে জানানো হয়েছে, তাঁকে হয় ৭০ কেজিতে নামতে হবে। নাহলে ৮০ কেজি পর্যন্ত ওজন বাড়াতে হবে তাঁকে। অলিম্পিক কমিটির এই সিদ্ধান্তে রীতিমতো হতবাক লভলিনা।
তিনি বলেন, “আমার জন্য এটি সম্পূর্ণ নতুন একটা তথ্য। যা ভীষণ মর্মান্তিক একটা বিষয়। মনে হয় আমাকে ৭০ কেজি বিভাগে নামতে হবে। ৮০ কেজি ওজন বাড়ানো আমার পক্ষে বেশ কঠিন।”
শুধু লভলিনা নন। অলিম্পিক কমিটির এইরকম সিদ্ধান্তে যথেষ্ট চমকে গেছেন তাঁর ব্যক্তিগত কোচ প্রণমিকা বোরা। তিনি জানিয়েছেন, “এমন একটা খবরে সত্যিই আমি হতবাক। ফিটনেস টেস্ট এবং ডাক্তারি পরীক্ষার পরও কোন বিভাগে ও খেলতে নামবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওর স্বাভাবিক ওজন এখন ৭৪ কেজি। অতিরিক্ত ওজন কমানোর ফলে, লভলিনার শক্তিও কমে যেতে পারে। ওর সুবিধা-অসুবিধার ব্যাপারটাও তো আমাদের দেখতে হবে।”
সবমিলিয়ে, পরিস্থিতি বেশ জটিল। এখন আগামীতে কী হয় সেটাই দেখার বিষয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।