French Open 2024: ৫ সেটের লড়াইয়ে বাজিমাত আলকারাজের, নতুন চ্যাম্পিয়ন পেল রোলা গাঁরো

Published : Jun 09, 2024, 11:06 PM ISTUpdated : Jun 09, 2024, 11:43 PM IST
Carlos Alcaraz

সংক্ষিপ্ত

শনিবার ফ্রেঞ্চ ওপেনে মহিলা সিঙ্গলস ফাইনালে খুব একটা লড়াই হয়নি। স্ট্রেট সেটে জয় পান ইগা স্বিয়াটেক। কিন্তু রবিবার পুরুষ সিঙ্গলস ফাইনালে দুর্দান্ত লড়াই হল।

দু'জনই প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে পুরুষ সিঙ্গলসের ফাইনালে উঠেছিলেন। দু'জনেই অসাধারণ লড়াই করলেন। ৫ ঘণ্টা ধরে চলল ৫ সেটের লড়াই। শেষপর্যন্ত জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। এই স্প্যানিশ তারকার পক্ষে ফাইনালের ফল ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১, ৬-২। প্রথম সেটে জয় পাওয়ার পর টানা ২ সেট হেরে খাদের কিনারায় চলে গিয়েছিলেন আলকারাজ। চ্যাম্পিয়ন হতে গেলে শেষ ২ সেটই জিততে হত। ঠিক এই সময়ই নিজের সেরা খেলা বের করে আনলেন এই স্প্যানিশ তারকা। চ্যাম্পিয়নরা এরকমই হন। তাঁরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সেরা পারফরম্যান্স দেখান। আলকারাজের মধ্যেও এই গুণ রয়েছে।

আলকারাজের প্রশংসায় বিয়ন বর্গ

নতুন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নের হাতে কাপ তুলে দেন কিংবদন্তি বিয়ন বর্গ। তিনি আলকারাজের প্রশংসা করে বলেন, ‘কার্লোসকে অভিনন্দন জানাই। ২১ বছর বয়সেই তুমি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলে। এটা অবিশ্বাস্য ব্যাপার। তুমি তিনটি আলাদা গ্র্যান্ড স্ল্যাম জিতলে। তোমার চমকপ্রদ কেরিয়ার। তুমি ইতিমধ্যেই হল-অফ-ফেমে জায়গা করে নিয়েছো।’

 

 

গ্র্যান্ড স্ল্যামে নতুন নজির আলকারাজের

গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে ওপেন যুগে সবচেয়ে কম বয়সে তিনটি আলাদা সারফেসে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন আলকারাজ। এই কারণে রবিবার তাঁর জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। টেনিসের ইতিহাসে নতুন নজির গড়লেন এই স্প্যানিশ খেলোয়াড়। চ্যাম্পিয়ন হওয়ার পর আলকারাজ বলেছেন, ‘আমি দলের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ওরা আমার এই যাত্রায় বড় ভূমিকা পালন করেছে। আমি জানি, আমরা দল বলি। কিন্তু আমরা একটাই পরিবার। প্রথম ম্যাচ থেকেই দর্শকদের আচরণ অসাধারণ। শুধু ম্যাচের সময়ই নয়, অনুশীলন চলাকালীনও দর্শকদের আচরণ অসাধারণ ছিল। আপনাদের জন্যই মনে হয়েছে দেশে আছি। সবার সঙ্গে তাড়াতাড়ি আবার দেখা হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

French Open: জেসমিন পাওলিনিকে হারিয়ে চতুর্থ খেতাব, রোলা গাঁরোয় নতুন নজির ইগা স্বিয়াটেকের

Rafael Nadal: প্রিয় ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ডেই হার, হতাশাজনক বিদায় রাফায়েল নাদালের

২৩-তম গ্র্যান্ড স্ল্যাম, ফ্রেঞ্চ ওপেন জিতে নাদালকে টপকে গেলেন জোকোভিচ

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার