সংক্ষিপ্ত
ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডনের মতো গ্র্যান্ড স্ল্যামে দ্বিতীয় শনিবারের আকর্ষণ অন্যরকম। এদিন মহিলা সিঙ্গলসের ফাইনাল হয়। এই লড়াইয়ের দিকে তাকিয়ে থাকেন সারা বিশ্বের টেনিসপ্রেমীরা।
ওপেন যুগে সবচেয়ে কম বয়সে চতুর্থবার মহিলা সিঙ্গলসে ফ্রেঞ্চ ওপেন জয়ের নজির গড়লে ইগা স্বিয়াটেক। শনিবার রোলা গাঁরোয় ফাইনালে স্ট্রেট সেটে জেসমিন পাওলিনিকে হারিয়ে দিলেন স্বিয়াটেক। তাঁর পক্ষে ফল ৬-২, ৬-১। এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্বিয়াটেকের সঙ্গে ১২ নম্বর বাছাই পাওলিনির লড়াই একপেশে হল। প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলতে নামেন পাওলিনি। তাঁর পক্ষে বিশেষ লড়াই করা সম্ভব হল না। রোলা গাঁরোয় চতুর্থ খেতাব জয়ের পাশাপাশি পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন স্বিয়াটেক। তিনি রোলা গাঁরোর রানি হয়ে উঠেছেন। ভবিষ্যতে আরও সাফল্য পাওয়াই স্বিয়াটেকের লক্ষ্য।
প্রতিপক্ষর প্রশংসায় স্বিয়াটেক
চতুর্থবার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর স্বিয়াটেক বলেছেন, ‘অসাধারণ টুর্নামেন্টের জন্য তোমাকে অভিনন্দন জানাই জেসমিন। তুমি যেভাবে খেলছো, তাতে আমি সত্যিই চমৎকৃত। তুমি আরও সাফল্য পেতে পারো। বিশেষ করে ক্লে কোর্টে অনেক সাফল্য পাবে আশা করি। আমার এই সাফল্যের জন্য পরিবার ও দলকে ধন্যবাদ জানাচ্ছি। ওরা না থাকলে আমি এখানে পৌঁছতে পারতাম না। জেসমিনের মতোই আমিও তাঁদের ধন্যবাদ জানাচ্ছি যাঁরা এই টুর্নামেন্টকে সম্ভব করে তুলেছেন। আমি রোলা গাঁরো ভালোবাসি। আমি প্রতি বছরই এখানে আসার জন্য অপেক্ষা করে থাকি। আমি এবার দ্বিতীয় রাউন্ডেই প্রায় ছিটকে যাচ্ছিলাম। দর্শকরা চিৎকার করে আমাকে জয় পেতে সাহায্য করেন। তাঁদের ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্ট আমার জন্য আবেগের। জেসমিনকে আগামীর জন্য শুভেচ্ছা জানাই।’
জাস্টিন হেনিনের নজির স্পর্শ স্বিয়াটেকের
জাস্টিন হেনিনের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা তৃতীয়বার রোলা গাঁরোয় মহিলা সিঙ্গলস খেতাব জিতলেন স্বিয়াটেক। এদিন তিনি ১ ঘণ্টা ৮ মিনিটের লড়াইয়ে জয় পেলেন। আরও সাফল্যের লক্ষ্যে এই তারকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rafael Nadal: প্রিয় ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ডেই হার, হতাশাজনক বিদায় রাফায়েল নাদালের
২৩-তম গ্র্যান্ড স্ল্যাম, ফ্রেঞ্চ ওপেন জিতে নাদালকে টপকে গেলেন জোকোভিচ
Australian Open: পরপর ২ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন, উচ্ছ্বসিত আরিনা সাবালেঙ্কা