French Open 2025: দুরন্ত প্রত্যাবর্তন! হাড্ডাহাড্ডি ফরাসি ওপেন ফাইনালে ইতিহাস লিখলেন আলকারাজ

Published : Jun 09, 2025, 03:30 PM ISTUpdated : Jun 09, 2025, 04:30 PM IST
french open 2025

সংক্ষিপ্ত

French Open 2025: সাম্প্রতিক গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম সেরা একটি ম্যাচ দেখা গেল। অবিশ্বাস্য এবং দুরন্ত প্রত্যাবর্তন তো বটেই। 

French Open 2025: লড়াইতে এইভাবেই ফিরে আসতে হয়। যেটা কার্লোস আলকারাজ করে দেখালেন। টানা দ্বিতীয়বার ফরাসি ওপেনের মঞ্চে চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ। রোলাঁ গারোর ফাইনালে মোট পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে পরাজিত হলেন ইতালির টেনিস তারকা জানিক সিনার। 

ফরাসি ওপেনের ইতিহাসে পুরুষদের ফাইনালের অন্যতম দীর্ঘতম ম্যাচে সিনারকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৭-৬ এবং ৭-৬ গেমে হারিয়ে ইতিহাস লিখলেন স্প্যানিশ তারকা আলকারা‌জ। এদিন প্রথম সেটের ওপেনিং গেম প্রায় ১২ মিনিট ধরে চলে। সেটিতে অবশ্য সিনার জিতে যান। কিন্তু গতবারের চ্যাম্পিয়ন আলকারাজ সমানে-সমানে লড়াই চালাতে থাকেন। 

কার্যত, টানটান উত্তেজনা চলে গোটা ম্যাচে জুড়ে

 

 

একটা সময় তো ফলাফল ছিল ৪-৪। কিন্তু তারই মাঝে আলকারাজের ডানচোখে কিছুটা সমস্যা হয়। আর সেই সুযোগেই সেখান থেকে ৬-৪ ব্যবধানে প্রথম সেট জিতে বেরিয়ে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার।

এরপর শুরু হয় দ্বিতীয় সেট। সেখানেও কার্যত, হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। প্রথম সেটের ধাক্কা তখনও সামলে উঠতে পারেননি আলকারাজ। তার আগেই প্রথম গেমে এগিয়ে যান সিনার। এদিন বেসলাইন থেকে ক্রমাগত চাপ বাড়িয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে যান তিনি। 

কিন্তু প্রত্যাবর্তন ছিল শুধুই সময়ের অপেক্ষা। ঠিক সেখান থেকেই কামব্যাক শুরু করেন আলকারাজ। দ্রুত সেট জিতে ৪-২ করে ফেলেন। যেন রোমহর্ষক এক অধ্যায়। গোটা স্টেডিয়াম তখন আলকারাজের জন্য স্লোগান দিতে ব্যস্ত। 

 

 

কার্যত, সিনারের আধিপত্যকে টেক্কা দিয়ে ৫-৫ করে ফেললেন আলকারাজ। এমনকি, দ্বিতীয় সেটের ফলাফল ৬-৬ থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেই রুদ্ধশ্বাস টাইব্রেকারটি সিনার জিতে নেন ৭-৪ ব্যবধানে।

তবে তৃতীয় সেটের শুরুতেই সিনার বিপক্ষকে ব্রেক করে দেওয়ার পর মনে হয়েছিল, তাঁর ট্রফি জয় হয়ত সময়ের অপেক্ষা। কিন্তু পরপর দু’বার সিনারকে ব্রেক করে ম্যাচে পুরো নায়কের মতোই ফিরে আসেন কার্লোস আলকারাজ। 

পঞ্চম সেটে তো সুপার টাইব্রেকার অবধি লড়াই চলতে থাকে। শেষপর্যন্ত, আলকারাজের ফোরহ্যান্ডের কাছে পরাজিত হন সিনার। এই নিয়ে দ্বিতীয়বার ইতিহাস লিখলেন টেনিস বিশ্বের অন্যতম তারকা কার্লোস আলকারাজ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার