GI-PKL Final: গ্লোবাল ইন্ডিয়ান প্রবাসী কবাডি লিগ ফাইনালে জমজমাট লড়াই, তামিল লায়নিজের সামনে তেলুগু চিতাস

Published : Apr 30, 2025, 02:11 PM ISTUpdated : Apr 30, 2025, 02:30 PM IST
GI-PKL Final: গ্লোবাল ইন্ডিয়ান প্রবাসী কবাডি লিগ ফাইনালে জমজমাট লড়াই, তামিল লায়নিজের সামনে তেলুগু চিতাস

সংক্ষিপ্ত

GI-PKL 2025: বুধবার গ্লোবাল ইন্ডিয়ান প্রবাসী কবাডি লিগ ফাইনালে মহিলাদের বিভাগের ফাইনালে মুখোমুখি হচ্ছে তামিল লায়নিজ (Tamil Lioness) ও তেলুগু চিতাস (Telugu Cheetahs)। এই ম্যাচ ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ রয়েছে।

GI-PKL 2025 Final: বুধবার গ্লোবাল ইন্ডিয়ান প্রবাসী কবাডি লিগ ২০২৫ (Global Indian Pravasi Kabaddi League 2025) ফাইনালে তেলুগু চিতাসের (Telugu Cheetahs) মুখোমুখি হচ্ছে তামিল লায়নিজ (Tamil Lioness)। মঙ্গলবার সেমি-ফাইনালে ভোজপুরী লেপার্ডেসকে (Bhojpuri Leopardess) হারিয়ে দেয় তামিল লায়নিজ। অন্য সেমি-ফাইনালে পাঞ্জাবি টাইগ্রেসকে (Punjabi Tigress) হারিয়ে দেয় তেলুগু চিতাস। তামিল লায়নিজ এই লিগের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। সেমি-ফাইনালেও তারা দাপট দেখিয়ে জয় পেল। ম্যাচের ফল ৪৩-২১। এই ফলেই স্পষ্ট, তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভোজপুরী লেপার্ডেস। ২৬টি রেইড পয়েন্টস এবং ১০টি ট্যাকল পয়েন্টস নিয়ে তামিল লায়নিজ বুঝিয়ে দেয়, তারা অলরাউন্ড পারফরম্যান্স দেখাতে দক্ষ। তিনটি সুপার ট্যাকল করেন তামিল লায়নিজের খেলোয়াড়রা। তাঁরা চারটি অল-আউট পয়েন্টস পান। সারা ম্যাচেই তামিল লায়নিজের দাপট ছিল। তাদের গতি ও শক্তির সঙ্গে পাল্লা দিতে পারেনি ভোজপুরী লেপার্ডেস। তারা ১৮টি রেইড পয়েন্টস এবং ২টি ট্যাকল পয়েন্টস পায়।

তেলুগু চিতাসেরও অসাধারণ পারফরম্যান্স

পাঞ্জাবি টাইগ্রেসের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখালেও, প্রথম সেমি-ফাইনালের মতো একপেশে জয় পায়নি তেলুগু চিতাস। ম্যাচের ফল ২৫-১৬। দুই দলই অসাধারণ লড়াই করে। ১১টি করে রেইড পয়েন্টস পায় দুই দল। তেলুগু চিতাস ১০টি ট্যাকল পয়েন্টস পায়। এছাড়া তারা চারটি অল-আউট পয়েন্টসও পায়। আক্রমণের পাশাপাশি তারা রক্ষণেও ভালো পারফরম্যান্স দেখায়। ফলে পাঞ্জাবি টাইগ্রেসের বেশিরভাগ আক্রমণই প্রতিহত হয়। তারা কোনও সুপার ট্যাকল বা অল-আউট পয়েন্ট পায়নি। ফলে শেষপর্যন্ত সহজ জয় পায় তেলুগু চিতাস

বুধবারই পুরুষদের বিভাগের ফাইনাল

বুধবার গ্লোবাল ইন্ডিয়ান প্রবাসী কবাডি লিগ ২০২৫-এ মহিলাদের পাশাপাশি পুরুষদের বিভাগের ফাইনালও হতে চলেছে। এই ম্যাচে মারাঠি ভালচারসের (Marathi Vultures) মুখোমুখি হচ্ছে তামিল লায়নস (Tamil Lions)। প্রথম সেমি-ফাইনালে পাঞ্জাবি টাইগার্সের (Punjabi Tigers) বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেয়েছে মারাঠি ভালচারস। ম্যাচের ফল ৩৮-৩৬। দ্বিতীয় সেমি-ফাইনালে অবশ্য একপেশে লড়াই হয়। ভোজপুরী লেপার্ডসকে (Bhojpuri Leopards) ৫০-২৭ ফলে হারিয়ে দেয় তামিল লায়নস। হরিয়ানার গুরুগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুরুষ ও মহিলা বিভাগের ফাইনাল হতে চলেছে।

মহিলা বিভাগের ফাইনালে ২ দলে কারা আছেন?

গ্লোবাল ইন্ডিয়ান প্রবাসী কবাডি লিগে তেলুগু চিতাস দলে আছেন-

১. সোনু সেহরাওয়াত (ভারত): অলরাউন্ডার

২. অনিশা পুনিয়া (ভারত): রাইট কভার

৩. মীনা চাহার (ভারত): লেফট কভার

৪. প্রীতি বিবিয়ান (ভারত): রেইডার

৫. অঞ্জু চাহাল (ভারত): রাইট কভার

৬. অনন্তী এম. (ভারত): অলরাউন্ডার

৭. নিকিতা সোনি (ভারত): লেফট কর্নার

৮. ঋতু দাহিয়া (ভারত): রাইট রেইডার

৯. গীতা ঠাকুর (ভারত): লেফট কর্নার

১০. প্রাচী তালিয়ান (ভারত): রেইডার

১১. মনিকা পাচার (ভারত): লেফট রেইডার

১২. সারিকা যাদব (ভারত): অলরাউন্ডার

১৩. হিলদা লুমালা ওয়াম্বানি (কেনিয়া): অলরাউন্ডার

১৪. রচনা দেবী (ভারত): অলরাউন্ডার

তামিল লায়নিজ দলে আছেন

১. সুমন গুর্জার (ভারত): রেইডার

২. তন্নু ধনখড় (ভারত): অলরাউন্ডার

৩. নবনীত দালাল (ভারত): লেফট কর্নার

৪. বাসন্তী এম. (ভারত): রাইট কর্নার

৫. টোনা বিবিয়ান (ভারত): অলরাউন্ডার

৬. লভপ্রীত কौर (ভারত): লেফট কর্নার

৭. মমতা নেহরা (ভারত): লেফট কভার

৮. রচনা বিলাস (ভারত): রেইডার

৯. প্রিয়াঙ্কা ভার্গব (ভারত): রাইট কর্নার

১০. সেলভা রেবিকা (ভারত): রাইট কভার/লেফট কভার

১১. ঋতিকা দালাল (ভারত): রাইট রেইডার

১২. কমলজিৎ কौर (ভারত): অলরাউন্ডার

১৩. ড্যামারি অ্যাগনেস নামাই (কেনিয়া): অলরাউন্ডার

১৪. তসজ় লাম (হংকং): অলরাউন্ডার

কবাডি লিগে দুর্দান্ত লড়াই

এবার গুরুগ্রামে গ্লোবাল ইন্ডিয়ান প্রবাসী কবাডি লিগে অসাধারণ লড়াই দেখা গেল। পুরুষ ও মহিলা বিভাগে ৬টি করে দল ছিল। সব দলই সাধ্যমতো লড়াই করে। এই লিগের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে কবাডি নিয়ে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। কবাডির জনপ্রিয়তা বেড়ে যাবে বলে আশা করছেন আয়োজকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড