
Global Indian Pravasi Kabaddi League: বিশ্বজুড়ে কবাডি ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন গ্লোবাল ইন্ডিয়ান প্রবাসী কবাডি লিগের (Global Indian Pravasi Kabaddi League) জন্য। শুক্রবার সেই লিগ শুরু হল। হোলিস্টিক ইন্টারন্যাশনাল প্রবাসী স্পোর্টস অ্যাসোসিয়েশন (HIPSA) এর সভাপতি গান্ধী টি সুরেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গুরুগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া গ্লোবাল ইন্ডিয়ান প্রবাসী কবাডি লিগের প্রথম ম্যাচে তামিল লায়ন্স এবং পাঞ্জাব টাইগার্স মুখোমুখি হয়েছে। এই ম্যাচে টস জিতে তামিল লায়ন্সের অধিনায়ক অজয় কুমার পাঞ্জাব টাইগার্সকে রেইড করার জন্য আমন্ত্রণ জানান। সেই অনুযায়ী, পঞ্জাব টাইগার্সের মিলন দাহিয়া প্রথম রেইড করে তাঁর দলের জন্য প্রথম পয়েন্ট এনে দেন। এরপর পরপর পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব টাইগার্স। শেষপর্যন্ত দুর্দান্ত লড়াইয়ের পর ৩৩-৩১ ফলে তামিল লায়ন্সকে হারিয়ে দিল পাঞ্জাব টাইগার্স। প্রথম ম্যাচেই দুর্দান্ত লড়াই দেখে দর্শকরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।
তামিল লায়ন্স দল:
অজয় সাহেল (রেইডার), প্রবীণ নন্দল (অলরাউন্ডার), অর্পিত তুল (ডিফেন্ডার), পর্বেশ হুদা (ডিফেন্ডার), সচিন যোগিন্দর (রেইডার), শ্রী ভগবান (রেইডার)। এছাড়াও দলে আছেন- আদিত্য হুদা, মনদীপ রুহাল, রকি যাদব, আলি আহমেদ, হর্ষ, হর্ষণ, নীরজ সাওয়ালকর, জন ফার্গুস এলজিন ডানলপ, মার্সেল বার্নাবাস, আদিত্য রানা।
পাঞ্জাব টাইগার্স দল:
বিকাশ দাহিয়া, মিলন দাহিয়া, উমেশ গিল, হিতেশ দাহিয়া, অজয় মোর, আকাশ নারওয়াল, মনোজ। এছাড়াও অন্যান্য খেলোয়াড় হলেন- অঙ্কিত দাহিয়া, সবিন নারওয়াল, অরুণ, লুকমান, ভূপেন্দ্র পাল, তরুণ, নিকিল, ওমেন মুসেরু, ড্যানিয়েল ইসাক, ললিত সংকওয়ান, লখবিন্দর সিং।
কোথায় দেখা যাচ্ছে ম্যাচ?
তামিল লায়ন্স এবং পাঞ্জাব টাইগার্সের মধ্যে এই ম্যাচটি সোনি স্পোর্টস ২ এবং ফ্যানকোডে লাইভ স্ট্রিম করা হয়। তবে, ফ্যানকোড ওটিটিতে লাইভ স্ট্রিমিংয়ে কারিগরি সমস্যার সৃষ্টি হয়। ফলে ম্যাচের প্রথমার্ধ শব্দ ছাড়াই প্রচারিত হয়। এতে দর্শকরা বিরক্ত হন। একইভাবে সব ম্যাচ সোনি স্পোর্টস ৩ এবং ফ্যানকোডে লাইভ স্ট্রিম করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।