Neeraj Chopra: সোনা জিতে মরসুম শুরু, দোহা ডায়মন্ড লিগের আগে আত্মবিশ্বাসী নীরজ চোপড়া

Published : Apr 17, 2025, 04:07 PM ISTUpdated : Apr 17, 2025, 04:34 PM IST
Neeraj Chopra. (Photo- @Neeraj_chopra1 X)

সংক্ষিপ্ত

Neeraj Chopra: পরপর দু'বার অলিম্পিক্সে সোনা জিতেছেন। নতুন মরসুমে আরও সাফল্য চান ভারতের সফলতম অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)। তিনি মরসুমের শুরুটা ভালোভাবে করলেন। এবার লক্ষ্য দোহা ডায়মন্ড লিগ (Doha Diamond League)।

Neeraj Chopra Wins Gold: সদ্য বিয়ে করেছেন। তারপর প্রথমবার কোনও প্রতিযোগিতায় যোগ দিয়েই সোনা জিতলেন ভারতের সফলতম অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)। দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রমে আয়োজিত এক আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় সাফল্য পেলেন নীরজ। এই প্রতিযোগিতায় ৬ জন প্রতিযোগী ছিলেন। সেখানে জ্যাভলিন থ্রোয়ে বাকিদের টেক্কা দিলেন নীরজ। তিনি ৮৪.৫২ মিটার থ্রো করেন। দক্ষিণ আফ্রিকার অ্যাথলিট ডাউ স্মিটের (Douw Smit) সঙ্গেই মূলত নীরজের লড়াই চলছিল। দক্ষিণ আফ্রিকার অ্যাথলিট ৮৩.২৯ মিটার থ্রো করেন। তাঁর চেয়ে অনেক এগিয়ে থেকে সোনা জেতেন নীরজ। এই প্রতিযোগিতায় বাকি চার অ্যাথলিট ৮০ মিটার স্পর্শ করতে পারেননি। নীরজ সোনা জিতলেও, ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের কাছাকাছি পৌঁছতে পারেননি। ফলে বড় প্রতিযোগিতাগুলিতে সাফল্য পেতে হলে তাঁকে আরও পরিশ্রম করতে হবে।

নীরজের আসল লক্ষ্য ডায়মন্ড লিগ

এ বছর অলিম্পিক্স (Olympic Games), এশিয়ান গেমস (Asian Games) বা কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) মতো কোনও প্রতিযোগিতা নেই। ফলে ডায়মন্ড লিগে সাফল্য চান নীরজ। আগামী মাসে দোহা ডায়মন্ড লিগ (Doha Diamond League) রয়েছে। তার আগে আরও পরিশ্রম করে সাফল্য পাওয়ার জন্য তৈরি হওয়াই নীরজের লক্ষ্য। তাঁর সেরা থ্রো ৮৯.৯৪ মিটার। কাঙ্খিত ৯০ মিটার থ্রো করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নীরজ। কিন্তু এখনও পর্যন্ত তিনি সেই লক্ষ্যে পৌঁছতে পারেননি।

উন্নতি করার চেষ্টায় নীরজ

গত বছর প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ফাইনালে ৮৯.৪৫ মিটার থ্রো করে রুপো পান নীরজ। ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জেতেন পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিম (Arshad Nadeem)। এরপর লুসান ডায়মন্ড লিগে ৮৯.৪৯ মিটার থ্রো করেন নীরজ। ব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনালে অবশ্য সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি নীরজ। তিনি দ্বিতীয় স্থানে শেষ করেন। এবার নতুন মরসুমে উন্নততর পারফরম্যান্সই নীরজের লক্ষ্য। এ বছরের সেপ্টেম্বরে টোকিওতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেখানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই লড়াই করবেন নীরজ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND U19 vs UAE U19: বিধ্বংসী ব্যাটিং তরুণ বৈভবের! সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরি
IPL Most Expensive Player: ধোনি থেকে ঋষভ পন্থ! এখনও পর্যন্ত, আইপিএল-এর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার কারা?