প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পরেও সোনার পদক পেলেন ভিনেশ ফোগট

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেও সামান্য বেশি ওজনের জন্য বাতিল হয়ে যান ভিনেশ ফোগট। তবে অলিম্পিক্সে পদক জিততে না পারলেও, হরিয়ানায় তাঁকে সোনাজয়ীর মতোই সম্মান জানানো হচ্ছে।

Soumya Gangully | Published : Aug 26, 2024 2:19 PM / Updated: Aug 26 2024, 03:30 PM IST
112
প্যারিস অলিম্পিক্সে পদক নিশ্চিত হয়ে যাওয়ার পরেও বাতিল হয়ে যান, তবে দেশে ফিরে সম্মান পাচ্ছেন ভিনেশ ফোগট

প্যারিস অলিম্পিক্সে নিশ্চিত পদক হাতছাড়া হলেও, হরিয়ানায় ফিরে পদকজয়ীর মতোই বিশেষ সম্মান পাচ্ছেন ভিনেশ ফোগট।

212
রবিবার ছিল ভিনেশ ফোগটের জন্মদিন, হরিয়ানায় খাপ পঞ্চায়েত থেকে বিশেষ উপহার পেলেন এই কুস্তিগীর

রবিবার ৩০ বছর পূর্ণ করেছেন কুস্তিগীর ভিনেশ ফোগট। জন্মদিনে তাঁকে বিশেষ উপহার দিয়েছে হরিয়ানা সর্বখাপ পঞ্চায়েত।

312
প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হয়ে গেলেও, সোনার পদক পেলেন ভিনেশ ফোগট

রবিবার ভিনেশ ফোগটের জন্মদিনে তাঁকে সোনার পদক উপহার দিয়ে সম্মান জানিয়েছে হরিয়ানা সর্বখাপ পঞ্চায়েত।

412
প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স ফাইনালে ভিনেশ ফোগট

ভিনেশ ফোগটের আগে কোনও ভারতীয় মহিলা কুস্তিগীর অলিম্পিক্সের ফাইনালে পৌঁছতে পারেননি। কিন্তু প্যারিসে ইতিহাস গড়েও পদক জিততে পারলেন না ভিনেশ।

512
মাত্র ১০০ গ্রাম বেশি ওজনের জন্য প্যারিস অলিম্পিক্সে ফাইনালের আগে বাতিল হয়ে যান ভিনেশ ফোগট

প্যারিস অলিম্পিক্সে প্রথম দিন লড়াই করার পর ভিনেশ ফোগটের ওজন ২.৮ কেজি বেড়ে গিয়েছিল। তিনি সারারাত ধরে ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করেন এই কুস্তিগীর। কিন্তু তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থেকে যায়।

612
ভিনেশ ফোগটের বিরুদ্ধে ফাইনালে লড়াই না করেই সোনা পেয়ে গেলেন মার্কিন কুস্তিগীর

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কুস্তিগীর সারা হিলডারব্র্যান্ডটের মুখোমুখি হওয়ার কথা ছিল ভিনেশ ফোগটের। কিন্তু বাতিল হয়ে যাওয়ায় তিনি লড়াই করতে পারেননি।

712
কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের রায়ও ভিনেশ ফোগটের পক্ষে যায়নি, হতাশ সারা দেশ

প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পর কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হয়েছিলেন ভিনেশ ফোগট। কিন্তু তাঁর পক্ষে রায় দেওয়া হয়নি।

812
প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হয়ে যাওয়ার পর হতাশায় অবসর ঘোষণা ভিনেশ ফোগটের

প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হয়ে যাওয়ার পরেই পেশাদার কুস্তি থেকে অবসর ঘোষণা করে দেন ভিনেশ ফোগট। তিনি এখনও অবসরের সিদ্ধান্ত বদল করেননি।

912
হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হচ্ছেন ভিনেশ ফোগট?

কয়েকদিন আগেই হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে দেখা করেন ভিনেশ ফোগট। এরপরেই তাঁর কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে।

1012
কুস্তি থেকে অবসরের পর মহিলাদের সম্মানের জন্য লড়াই করতে চান ভিনেশ ফোগট

ভিনেশ ফোগট বলেছেন, ‘আমার লড়াই শেষ হয়নি, সবে শুরু হয়েছে। আমাদের মেয়েদের সম্মানের জন্য লড়াই সবে শুরু হয়েছে।’

1112
ভিনেশ ফোগটকে কংগ্রেসে স্বাগত জানাতে তৈরি বলে জানিয়েছেন ভূপিন্দর সিং হুডা

ভূপিন্দর সিং হুডা বলেছেন, 'ভিনেশ ফোগট যদি কংগ্রেসে যোগ দিতে চান, তাহলে আমরা তাঁকে স্বাগত জানাব।'

1212
হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হলে প্রভাব ফেলতে পারেন ভিনেশ ফোগট

হরিয়ানায় ভিনেশ ফোগটের যা জনপ্রিয়তা, তাতে বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হলে সহজেই জয় পেতে পারেন। সেক্ষেত্রে লাভবান হবে কংগ্রেস।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos