সিরিজের শেষ ম্যাচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। তাই আজ জোরালো প্রস্তুতি থাকা সত্ত্বেও আবহাওয়া কোহলি-রোহিত শর্মাদের পক্ষে অনুকূল থাকবে কিনা, তা নিয়ে চিন্তিত দেশবাসী।
চলতি শুরু হয়ে গিয়েছে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ (ICC Men's World Cup 2023)। গুজরাতে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল এই বৈশ্বিক ম্যাচের শুভারম্ভ। রবিবার বিশ্বকাপের পঞ্চম ম্যাচটি আয়োজিত হয়েছে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে।
ভারতের মাটিতে একটা হাড্ডাহাড্ডি টক্করের জন্য জোরালো প্রস্তুতি নিয়েছে টিম ইন্ডিয়া। পাশাপাশি ধুন্ধুমার ব্যাটিং-এর জন্য তৈরি রয়েছে টিম অস্ট্রেলিয়া-ও। ভারতীয় মাটিতে বিশ্বকাপ খেলার আগে ভারতীয় দলের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। যদিও ভারতের বিরুদ্ধে জয় আসেনি অজিদের। ২-১ ব্যাবধানে ভারতীয় দল সিরিজ জিতলেও, সিরিজের শেষ ম্যাচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। তাই আজ জোরালো প্রস্তুতি থাকা সত্ত্বেও আবহাওয়া কোহলি-রোহিত শর্মাদের পক্ষে অনুকূল থাকবে কিনা, তা নিয়ে চিন্তিত দেশবাসী।
৮ অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিশ্বকাপ (World Cup 2023) ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইয়ের এম.এ চিদাম্বরম স্টেডিয়ামে। রবিবারের ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপের ম্যাচের সময়ে তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে প্রায় ৭৮ শতাংশ। ম্যাচ চলাকালীন বৃষ্টি পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, খেলা চলাকালীন হওয়ার গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় প্রায় ১৮ কিলোমিটার। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচে টস জিতলে প্রথমে ব্যাটিং করাই হবে সঠিক সিদ্ধান্ত।