Asian Games 2023: সোনা দিয়েই শততম পদক জয়! কাবাডিতেও সোনা জিতল ভারত

Published : Oct 07, 2023, 08:21 AM ISTUpdated : Oct 07, 2023, 08:31 AM IST
Kabaddi

সংক্ষিপ্ত

শনিবারের সকালে ভারতের হয়ে সূর্যটা সোনালি হয়েই দেখা দিল। প্রথমে তিরন্দাজিতে দুটি সোনা একটি রুপো এবং ১টি ব্রোঞ্জ পদক আসে। এর পর চাইনিজ তাইপে-কে কাবাডির ফাইনালে হারিয়ে সোনা জিতে নেয় ভারতের মহিলা দল। যার নিট ফল, মিশন অ্যাকমপ্লিশড!

শনিবারের সকালে ভারতের হয়ে সূর্যটা সোনালি হয়েই দেখা দিল। প্রথমে তিরন্দাজিতে দুটি সোনা একটি রুপো এবং ১টি ব্রোঞ্জ পদক আসে। এর পর চাইনিজ তাইপে-কে কাবাডির ফাইনালে হারিয়ে সোনা জিতে নেয় ভারতের মহিলা দল। যার নিট ফল, মিশন অ্যাকমপ্লিশড! এশিয়ান গেমসে যাওয়ার আগে ভারতের লক্ষ্য ছিল #IssBaar100Paar অর্থাৎ, সমস্ত ইভেন্ট মিলে ১০০টি পদক জেতাই ছিল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আরও বেশ কিছু পদক জেতার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারত।

মেয়েদের কাবাডিতে সোনা আসতে পারে এক প্রকার নিশ্চিত ছিলেন সকলে। তবে সোনা জয় এত সহজ হয়নি। নেপালকে যে ভাবে উড়িয়ে দিয়ে ফাইনালে প্রবেশ করেছিল ভারতের মহিলা দল, সেই একই গতিতে ফাইনালে সোনা জেতা সম্ভব হয়নি। তার কৃতিত্ব অবশ্যই দাবি করতে পারে চাইনিজ তাইপের মহিলা দলটি। সমানে সমানে টক্কর দিয়ে তাঁরা লড়ে গিয়েছেন। প্রথম দিকে ভারতের মেয়েরা দ্রুত পয়েন্ট স্কোর করতে শুরু করেন। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রবল ভাবে খেলায় ফিরে আসে চাইনিজ তাইপে।

 

 

একের পর এক পয়েন্ট স্কোর করে তারা। এই সময় খানিকটা চাপেও পড়ে যায় ভারতের মেয়েরা। প্রথমার্ধে ১৪-৯ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দ্রুত ব্যবধান কমিয়ে ফেলে তাইপে। শেষ বাঁশি বাজা পর্যন্ত খেলার ফল দাঁড়ায় ২৬-২৫। টানটান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দেখতে পান দর্শকরা। একই সঙ্গে ১০০তম পদকও চলে আসে ভারতের ঝুলিতে, তাও আবার সোনা।

আজ ক্রিকেটের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। পুরুষদের কাবাডির ফাইনালেও উঠেছে ভারত। সেখানে ইরানের বিরুদ্ধে হবে সোনা জয়ের লড়াই। এ ছাড়াও আরও কিছু ইভেন্টেও পদক জয়ের লক্ষ্যে নামবে ভারত। ফলে এটা নিশ্চিত ভাবে বলা যায়, একশোতেই ভারত সন্তুষ্ট হবে না।

PREV
click me!

Recommended Stories

Indian Super League: ভারতীয় ফুটবলে এই প্রথম! ১২টি ক্লাব যৌথভাবে আইএসএল আয়োজনের পথে?
বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?