Asian Para Games: বিদ্যুৎ-গতির 'সোনা'র মেয়ে! ভারতকে শীর্ষে পৌঁছে দিলেন দীপ্তি জীবনজি

Published : Oct 24, 2023, 09:42 AM ISTUpdated : Oct 24, 2023, 09:59 AM IST
Deepthi Jeevanji

সংক্ষিপ্ত

বিদ্যুৎ গতিতে ৫৬.৬৯ সেকেন্ডের মধ্যে নিজের দৌড় সম্পন্ন করেছেন ভারতের এই দুর্দান্ত দৌড়বীর।

প্রাচী যাদবের পর দীপ্তি জীবনজি, ভারতের মহিলা দৌড়বিদরা সারা বিশ্বের দরবারে দিয়ে চলেছেন একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স। 

৪০০ মিটার-টি-টোয়েন্টিতে ভারতের জন্য আরেকটি সোনা জিতেছেন ভারতের কন্যা দীপ্তি জীবনজি। Asian Para Games 2023-তে মহিলাদের ৪০০ মিটার  T20-এ ভারতের জন্য আরেকটি স্বর্ণপদক জিতে নিয়েছেন তিনি। 


শুধু স্বর্ণপদকে ভারতের মান উচ্চতাই নয়, বিশ্বে এশিয়ান প্যারা গেমসে একটি নতুন রেকর্ডও স্থাপন করেছেন দীপ্তি। বিদ্যুৎ গতিতে ৫৬.৬৯ সেকেন্ডের মধ্যে নিজের দৌড় সম্পন্ন করেছেন ভারতের এই দুর্দান্ত দৌড়বীর। তাঁর আগে পর্যন্ত এই কীর্তি কেউই সম্পন্ন করে উঠতে পারেননি। 


এই নিয়ে এশিয়ান প্যারা গেমস 2023-এ টিম ইন্ডিয়ার তালিকায় অষ্টম স্বর্ণপদক যোগ করলেন ভারতের ‘সোনা’র মেয়ে দীপ্তি জীবনজি।

PREV
click me!

Recommended Stories

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড
টি-২০ বিশ্বকাপের আগে ভালো খবর, আইসিসি-র সঙ্গে জিওস্টারের চুক্তি বহাল