সঙ্গিনী মোনালিসা দাসকে বিয়ে করছেন, ঘোষণা সমকামী অ্যাথলিট দ্যুতি চাঁদের

সারা বিশ্বে বেশ কয়েকজন ক্রীড়াবিদ প্রকাশ্যে সমকামী সম্পর্কের কথা ঘোষণা করেছেন। অনেকে সমলিঙ্গের সঙ্গীকে বিয়েও করেছেন। এবার বিয়ে করছেন ভারতীয় অ্যাথলিট দ্যুতি চাঁদ।

সমকামী সম্পর্ক এবং সমলিঙ্গের বিয়ে নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। শীর্ষ আদালত এখনও এ বিষয়ে রায় দেয়নি। বিষয়টি আদালতের বিচারাধীন। কিন্তু এরই মধ্যে সঙ্গিনী মোনালিসা দাসকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন দেশের অন্যতম সেরা অ্যাথলিট দ্যুতি চাঁদ। ওড়িশার এই অ্যাথলিট অনেকদিন ধরেই সমলিঙ্গ সম্পর্ক নিয়ে সরব। এবার সমাজের প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বান্ধবীকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন দ্যুতি। তবে তিনি হয়তো সুপ্রিম কোর্টের রায় দেখেই বিয়ের দিন ঠিক করবেন। দ্যুতির ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই জানা গিয়েছে।

সমলিঙ্গ সম্পর্ক ও বিয়ে সম্পর্কে দ্যুতি বলেছেন, ‘আমাদের দেশে আমার মতো আরও অনেকেই সমলিঙ্গ সম্পর্কে জড়িত। তবে ভয় পায় বলে তারা প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলে না। আমি ভয় পাই না। আমাদের দেশে যদি ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা রদ না করা হত, তাহলে হয়তো আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হত। বিশ্বের অনেক দেশই সমলিঙ্গ বিয়ে আইনত বৈধ করে দিয়েছে। ভারতেও সমলিঙ্গ বিয়ে আইনত বৈধ করে দেওয়া উচিত। প্রতিটি ক্ষেত্রেই আমাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় নির্দেশিকা দরকার। আমাদের যখন অনেক বয়স হয়ে যাবে, তখন যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, তখন হাসপাতালে ভর্তি হলে রোগীর অভিভাবককে দরকার হবে। আমাদের বাবা-মা হয়তো তখন থাকবেন না। সেক্ষেত্রে আমি ও আমার সঙ্গিনী একে অপরের পাশে থাকব। আমাদের দেশে যদি সমলিঙ্গ বিয়ে আইনত বৈধ হয়ে যায়, তাহলে একে অপরকে সবরকম অধিকার দিতে পারব।’

Latest Videos

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষান কউল, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি পি এস নরসিংহর বেঞ্চে ১০ দিন ধরে সমলিঙ্গ বিয়ে সংক্রান্ত মামলার শুনানি হয়েছে। রায় স্থগিত রেখেছে আদালত। আবেদনকারীদের দাবি, বিশেষ বিবাহ আইনের আওতায় সমলিঙ্গ বিয়েতে অনুমোদন দেওয়া উচিত। পাল্টা কেন্দ্রীয় সরকারের বক্তব্য, সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। আদালত সমলিঙ্গ বিয়ের আইনি বৈধতার বিষয়টি বিবেচনা করতে পারে না। অসম, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যগুলি সমলিঙ্গ বিয়ের বিরোধিতা করেছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মণিপুর, সিকিমের মতো রাজ্যগুলি এ বিষয়ে মতামত জানানোর জন্য আরও সময় চেয়েছে। ফলে এ বিষয়ে এখনও সমাধানসূত্র পাওয়া যায়নি।

আরও পড়ুন-

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৩ ব্রোঞ্জ ভারতের, সাফল্য দীপক, হুসামুদ্দিন, নিশান্তের

স্কোয়াশ বিশ্ব চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে অসাধারণ লড়াই করেও হার সৌরভ ঘোষালের

MS Dhoni : অস্কারজয়ী তথ্যচিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংবর্ধনায় মহেন্দ্র সিং ধোনি

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন