Wrestlers Protest: কুস্তিগীরদের সঙ্গে দেখা করলেন, সাহায্যের আশ্বাস পিটি ঊষার

দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের অবস্থান চলছে। সারা দেশের বিভিন্ন অংশের মানুষ কুস্তিগীরদের এই আন্দোলনকে সমর্থন করছেন। ফলে আন্দোলনের শক্তি বাড়ছে।

দেশজোড়া সমালোচনার মুখে নমনীয় হলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষা। বুধবার যন্তর মন্তরে গিয়ে কুস্তিগীরদের সঙ্গে দেখে করলেন এই কিংবদন্তি অ্যাথলিট। তিনি বলেছেন, তাঁর প্রাথমিক পরিচয় অ্যাথলিট হিসেবে। তারপর তিনি প্রশাসক। কুস্তিগীরদের সঙ্গে কথা বলে যন্তর মন্তর থেকে চলে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি ঊষা। তবে কুস্তিগীর বজরং পুনিয়া জানিয়েছেন, তাঁদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন ঊষা। তিনি সাহায্যের আশ্বাস দেওয়ায় খুশি আন্দোলনরত কুস্তিগীররা। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বজরং বলেছেন, ‘প্রাথমিকভাবে তিনি যখন আমাদের বিরুদ্ধে দেশের ভাবমূর্তির ক্ষতি করার অভিযোগ এনেছিলেন, তখন খারাপ লেগেছিল। কিন্তু তিনি বলেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি আমাদের বলেছেন, তিনি প্রথমে একজন অ্যাথলিট, তারপর একজন প্রশাসক। আমরা তাঁকে বলেছি, আমরা ন্যায়বিচার চাইছি। আমরা সরকার, বিরোধী বা অন্য কারও সঙ্গে লড়াইয়ে নেই। আমরা কুস্তির উন্নতির জন্যই এখানে বসে আছি। যদি এই সমস্যা মিটে যায়, এবং ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।’

কুস্তিগীরদের আন্দোলনের বিরোধিতা করায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন ঊষা। ক্রীড়ামহলের পাশাপাশি দেশের বিভিন্ন অংশের মানুষ দাবি করেন, কুস্তিগীরদের সমালোচনা করার বদলে তাঁদের পাশে দাঁড়ানো উচিত আইওএ প্রেসিডেন্টের। এই চাপের মুখেই এবার কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন ঊষা। তিনি সরকার বা আইওএ-র পক্ষ থেকে সমাধানসূত্র নিয়ে হাজির হন কি না, এই প্রশ্নের জবাবে বজরং বলেছেন, ‘উনি সেরকম কিছু বলেননি। তিনি শুধু জানিয়েছেন, আমাদের পাশে আছেন।’

Latest Videos

ঊষার সঙ্গে সাক্ষাতের পর তাঁরা সন্তুষ্ট কি না, এই প্রশ্নের জবাবে বজরং জানিয়েছেন, ‘যখন তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, তখন আশা করি তিনি সেই আশ্বাস পূরণ করবেন। তবে আমরা তাঁকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, যতক্ষণ না কুস্তিগীরদের সমস্যা মিটছে এবং আমরা ন্যায়বিচার পাচ্ছি, আমাদের এই আন্দোলন চলবে। আশা করি আমরা ন্যায়বিচার পাব। আমরা এ ব্যাপারে আশাবাদী। ঊষার সঙ্গে আমাদের যা কথা হল, তার ভিত্তিতে যদি আমাদের সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমাদের এই সমস্যা মিটে যাবে। ঊষা আমাদের আশ্বাস দিয়েছেন, তিনি আমাদের যাবতীয় সমস্যা মেটানোর চেষ্টা করবেন। তিনি যদি চান, তাহলে সবকিছুই করতে পারেন।’

আরও পড়ুন-

ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন অনুরাগ ঠাকুর, দাবি কুস্তিগীরদের

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুযোগ, নদিয়ার সোনাডাঙা থেকে উত্থান রেজওয়ানা মল্লিক হিনার

জ্যাংড়া জাগৃতি সংঘে কোরিয়ান মার্শাল আর্ট হাপকিডো-র টেকনিক্যাল সেমিনার

Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla