জ্যাংড়া জাগৃতি সংঘে কোরিয়ান মার্শাল আর্ট হাপকিডো-র টেকনিক্যাল সেমিনার

শনিবার হয়ে গেল কোরিয়ান মার্শাল আর্ট হাপকিডোর টেকনিক্যাল সেমিনার। বাগুইআটির কাছে জ্যাংড়া জাগৃতি সংঘে আয়োজন করা হয় এই সেমিনার। শনিবার এই সেমিনারে ছিলেন হাপকিডো ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি প্রেমজিৎ সেন।

/ Updated: Mar 26 2023, 02:27 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শনিবার হয়ে গেল কোরিয়ান মার্শাল আর্ট হাপকিডোর টেকনিক্যাল সেমিনার। বাগুইআটির কাছে জ্যাংড়া জাগৃতি সংঘে আয়োজন করা হয় এই সেমিনার। শনিবার এই সেমিনারে ছিলেন হাপকিডো ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি প্রেমজিৎ সেন। এই সেমিনার পরিচালনা করেন হাপকিডো ফেডারেশনের জাতীয় কোচ মাস্টার ইন্দ্রনীল দাস। মার্শাল আর্টের অত্যন্ত কঠিন ধরন হল হাপকিডো। প্রতিপক্ষকে আঘাত করা, উল্টে দেওয়া, তুলে ফেলা, শরীরের নির্দিষ্ট অংশে চাপ দেওয়া, তলপেটে আঘাত করা, অ্যাকুপ্রেসারের মতো বিষয়গুলি থাকে এই মার্শাল আর্টে। ফলে যাঁরা হাপকিডোর সঙ্গে যুক্ত, তাঁদের কঠোর পরিশ্রম করতে হয়। সম্প্রতি যাঁরা ব্ল্যাক বেল্ট পেয়েছেন তাঁরা এই সেমিনার থেকে ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট পান। সম্প্রতি ব্ল্যাক বেল্ট পাওয়া মার্শাল আর্ট শিক্ষার্থী ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় পুরস্কার প্রাপকদের সংবর্ধনা জানানো হয়। প্রত্যেকের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সাফল্যের প্রশংসা করা হয়।