ফিলিপিন্সে বাড়িতে ঢুকে পাঞ্জাবের কবাডি কোচকে গুলি করে খুন, তদন্তে পুলিশ

Published : Jan 05, 2023, 02:30 PM ISTUpdated : Jan 05, 2023, 03:08 PM IST
Naragunda Kabaddi

সংক্ষিপ্ত

বিদেশের বিভিন্ন জায়গায় ভারতীয়দের উপর আক্রমণের ঘটনা বাড়ছে। কানাডা, ফিলিপিন্সের মতো দেশগুলিতে আক্রান্ত হচ্ছেন ভারতীয়রা।

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পাঞ্জাবের মোগার আদি বাসিন্দা এক কবাডি কোচকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এই ঘটনার তদন্ত শুরু করেছে ম্যানিলা পুলিশ। এক বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ব্যক্তির নাম গুরপ্রীত সিং গিন্দ্রু। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। চার বছর আগে তিনি কাজের খোঁজে পাঞ্জাব ছেড়ে ম্যানিলায় পাড়ি জমান। তিনি সেখানে ব্যবসা শুরু করেন। মঙ্গলবার তিনি কর্মস্থল থেকে বাড়ি ফেরার পরেই দুষ্কৃতীরা তাঁর বাড়িতে ঢুকে মাথায় গুলি করে খুন করেছে। পুলিশের পক্ষ থেকে দুষ্কৃতীদের পরিচয় জানানো হয়নি। কী কারণে গুরপ্রীতকে খুন করা হল, সেটা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। পাঞ্জাবের মোগা জেলার নিহাল সিং ওয়ালা মহকুমার পাখারওয়াড় গ্রামে গুরপ্রীতের পরিবারের লোকজন আছেন। গ্রামে এই কবাডি কোচের খুন হওয়ার খবর পৌঁছতেই শোকের ছায়া। আত্মীয়দের পাশাপাশি গ্রামবাসীরাও এই ঘটনায় শোকাহত।

গ্রামে গুরপ্রীতের পরিচিতরা জানিয়েছেন, তিনি ব্যবসা করার পাশাপাশি ম্যানিলার তরুণদের কবাডি প্রশিক্ষণও দিতেন। কী কারণে তাঁকে খুন করা হল, সেটা কেউই বুঝতে পারছেন না। গুরপ্রীতের সঙ্গে কারও শত্রুতা ছিল বলেও জানা যায়নি। গ্রামবাসীদের দাবি, সরকার ম্যানিলা থেকে গুরপ্রীতের দেহ দেশে ফেরানোর ব্যবস্থা করুক। নিজের গ্রামেই তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করা হোক। 

গ্রামবাসীরা আরও জানিয়েছেন, চার বছর আগে গুরপ্রীত প্রথমে কানাডায় পাড়ি দেন। তবে তাঁর স্ত্রী ও ছেলে ফিলিপিন্সে গিয়ে থাকতে শুরু করেন। প্রথমে কানাডায় গেলেও, পরে সেখান থেকে ফিলিপিন্সে গিয়ে থাকতে শুরু করেন গুরপ্রীত। সেখানেই তিনি খুন হলেন। তাঁর বাবা-মা, ভাইরা এখনও পাখারওয়াড় গ্রামেই আছেন।

গত বছরের ১৪ মার্চ পাঞ্জাবের জলন্ধরের মাল্লিয়ান খুর্দ গ্রামে ব্রিটেনের আন্তর্জাতিক কবাডি খেলোয়াড় সন্দীপ সিং সান্ধু ওরফে নাঙ্গাল আম্বিয়ানকে গুলি করে খুন করা হয়। একটি কবাডি প্রতিযোগিতায় যোগ দিতে জলন্ধরে গিয়েছিলেন সন্দীপ। সেখানেই তাঁকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয় ৯ জনকে।

ব্রিটেন, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিতে ভারতীয় সম্প্রদায়ের উপর হামলার ঘটনা বাড়ছে। ব্রিটেনের লেস্টারে কয়েকদিন ধরে দাঙ্গা হয়েছে। কানাডায় ভারতীয়দের উপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ভারতীয়দের সতর্ক করে দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রেও ভারতীয়দের উপর হামলার ঘটনা দেখা গিয়েছে।

আরও পড়ুন-

সৌরভকে নিয়ে গান ঊষা উত্থুপের, উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা

পেলের কফিনের সামনে দাঁড়িয়ে সেলফি, ধিক্কারের মুখে ফিফা প্রেসিডেন্ট

সেপ্টেম্বরেই ফের ভারত-পাকিস্তান দ্বৈরথ, প্রকাশ্যে এল এশিয়া কাপের সূচি

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?