Sourav Ganguly : সৌরভকে নিয়ে গান ঊষা উত্থুপের, উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা
সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে নিয়ে গান গেয়েছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি শপিং মলে সেই গান প্রথমবার শ্রোতাদের সামনে এল, এই অনুষ্ঠানে ঊষা ও সৌরভ উপস্থিত ছিলেন।
সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে নিয়ে গান গেয়েছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি শপিং মলে সেই গান প্রথমবার শ্রোতাদের সামনে এল। এই অনুষ্ঠানে ঊষা ও সৌরভ উপস্থিত ছিলেন। সৌরভকে নিয়ে ছাড়াও আফ্রিকা নিয়ে একটি গান গেয়েছেন ঊষা। তিনি আফ্রিকা নিয়ে গাওয়া গানটিকে গ্র্যামির জন্য পাঠাতে বলছেন।
এদিন সৌরভ ও ঊষার অনুষ্ঠান ঘিরে ক্রিকেট ও সঙ্গীতপ্রেমীদের প্রবল উৎসাহ ছিল। সৌরভ প্রবেশ করতেই অসংখ্য মানুষ ছবি তোলার জন্য তাঁকে ঘিরে ধরেন। সেসব পেরিয়ে সৌরভ মঞ্চে উঠে সবার উদ্দেশ্যে হাত নাড়েন। তিনি বলেন, ঊষা ছাড়া কারও পক্ষে এই গান গাওয়া সম্ভব ছিল না। তিনি নিজেও গানটি শুনে উচ্ছ্বসিত।
সৌরভের প্রশংসা করে ঊষা জানালেন, তিনি যেখানেই যান, সবাই সৌরভের কথা জিজ্ঞাসা করেন। প্রিয় ক্রিকেটারকে নিয়ে গান গাইতে পেরে তিনিও খুশি হয়েছেন বলে জানালেন এই প্রবীণ শিল্পী।
সৌরভ যেখানে, সেখানে খেলার প্রসঙ্গ আসবেই। গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করলেন সৌরভ। তিনি বিশ্বকাপ ফাইনালে কিলিয়ান এমবাপের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করলেন।